For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যতক্ষণ না ISI এজেন্টরা ভারতে ঢুকতে পারছে ততক্ষণ সিএএ প্রতিবাদ চলবে বলছে কংগ্রেস'! কটাক্ষ যোগীর

  • |
Google Oneindia Bengali News

রাজধানীর শাহিনবাগে অনন্তর চলছে প্রতিবাদ। এই প্রতিবাদ মোদী সরকারের আমলে আসা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফুঁসে উঠছে ক্রমাগত। সেই প্রতিবাদে যেমন সামিল হয়েছেন মহিলা থেকে শিশুরা তেমনই সেখানে তাঁদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন পাঞ্জাব থেকে আসা কয়েক জন কৃষক। এই শিখ ধর্মাবলম্বী কৃষকরা সেখানে লাঙ্গার খুলেছেন। আর দিল্লির বুকে এমন প্রতিবাদ প্রশাসনিক চিন্তা বাড়িয়েছে। এদিকে, সেই প্রতিবাদ আন্দোলনকে নিয়েই এদিন কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এমনকি কংগ্রেসকেও এই মর্মে কটাক্ষ করতে ছাড়েননি যোগী।

 শাহিনবাগ নিয়ে যোগীর কটাক্ষ

শাহিনবাগ নিয়ে যোগীর কটাক্ষ

কটাক্ষের সুরে যোগী আদিত্যনাথ জানান, 'এবার ওঁরা কী করছেন? ঘরের মেয়েদের তাঁরা রাস্তায় বার করে দিচ্ছেন। রাস্তায় বসতে বাধ্য হচ্ছে শিশুরাও। এটা অপরাধ যে, পুরুষরা কম্বলের তলায় থাকবেন, আর মহিলারা বিভিন্ন রাস্তায় বসতে বাধ্য হবেন।এটা লজ্জার ।'

 মহিলাদের প্রতিবাদে এগিয়ে দেওয়ার অর্থ কী ?

মহিলাদের প্রতিবাদে এগিয়ে দেওয়ার অর্থ কী ?

যোগী আদিত্যনাথের দাবি, মহিলাদের এই জন্যই এগিয়ে দেওয়া হচ্ছে শাহিনবাগে কারণ তাঁরা ভালোভাবে এখনও জানেন না নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কী! যোগী এরপর সুর চড়িয়ে বলেন, ' প্রতিবাদীদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে কেন তাঁরা ধরনায় বসেছেন, তাহলে উত্তর আসবে, ঘরের পুরুষরা নিজেদের অযোগ্য বলে মনে করছেন, কারণ তাঁরা কিছু করতে পারছেন না। আর সেই কারণেই মহিলাদের ধরনায় পাঠানো হচ্ছে। '

দেশ , সিএএ ও যোগীর বার্তা

দেশ , সিএএ ও যোগীর বার্তা

যোগী আদিত্যনাথ শাহিনবাগ সম্পর্কে মুখ খুলে বলেন, ' ওঁদের কাছে দেশ কোনও গুরুত্বের জায়গায় নেই। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসীরা গুরুত্বপূর্ম নয় ওঁদের কাছে। এখন কংগ্রেসের জন্য খ্রিস্টানরাও গুরুত্বপূর্ণ নয়। তারা বলছেন আইএসআই এজেন্টরা যতক্ষণ না ভারতে প্রবেশ করবেন ততক্ষণ সিএএ প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলছেন ওঁরা। এটা কংগ্রেস নেতাদের তরফে অত্যন্ত লজ্জার একটি বক্তব্য। '

English summary
Yogi Adityanath on Shaheenbag ,Men sleeping under quilt, women, kids pushed forward to protest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X