For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী মন্ত্রীসভায় করোনার থাবা, মৃত্যু উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রীর

যোগী মন্ত্রীসভায় করোনার থাবা, মৃত্যু উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

রাম মন্দিরের ভূমিপূজো উপলক্ষে যখন সেজে উঠছে গোটা উত্তরপ্রদেশ তখন করোনার ধাক্কায় জেরবার যোগী প্রশাসন। এবার প্রাণঘাতী করোনা শিকার হলে উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী কমলা রানি বরুণ। করোনা আক্রান্ত হয়ে রবিবার সকালে তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।

যোগী মন্ত্রীসভায় করোনার থাবা, মৃত্যু উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রীর

সূত্রের খবর, গত ১৮ জুলাই তাঁর লালারস পরীক্ষা করা হয় এবং সংক্রমণের খবর জানার পরই তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এতদিন তাঁর চিকিত্সা চলছিল বলে জানা যাচ্ছিল। এর আগে কানপুরের ঘাতমপুর থেকে প্রথম বিজেপি বিধায়ক হিসেবে জয়লাভের পর ২০১৯ সালে তাঁর হাতে রাজ্য মন্ত্রীত্বের দায়িত্ব তুলে দেওয়া। এদিন তাঁর অকাল প্রয়ানে শোকপ্রকাশ করতে দেখা যায় উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এই প্রসঙ্গে এদিন একটি টুইটও যোগী।

যোগী মন্ত্রীসভায় করোনার থাবা, মৃত্যু উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রীর

এদিকে ১৯৫৮-এ কমলা রানির জন্ম লখনউয়ে। ২০১২ সালে বিজেপির হয়ে রসুলাবাদ আসন থেকে দাঁড়ান কমলা রানি বরুণ। কিন্তু জয়ের মুখ দেখতে পারেননি। এরপর ২০১৭-এ ঘতমপুর থেকে বিধায়ক হিসেবে জেতেন তিনি। সমাজবিদ্যায় স্নাতকোত্তর কমলা রানির রাজনীতিতে পদার্পন কানপুরের পৌরসভা ভোটে। ১৯৮৯ সালের ওই নির্বাচনেই দ্বারকাপুরি ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিলারের পদে ভোটে লড়াই করেন তিনি। জিতেও যান। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধি কৃষণ লাল বরুণের সঙ্গে তাঁর বিয়েও হয়। পরবর্তীতে ২০১৫ সালে তাঁর স্বামীর মৃত্যুর খবর শোনা যায়।

'রামের বনবাসও শেষ হয়,..পরিস্থিতি খারাপ', বক্তব্য পেশ করে মোদীর ইস্তফার দাবিতে সরব শিবসেনা 'রামের বনবাসও শেষ হয়,..পরিস্থিতি খারাপ', বক্তব্য পেশ করে মোদীর ইস্তফার দাবিতে সরব শিবসেনা

English summary
yogi adityanath news uttar pradesh technical education minister kamala rani varun has died due to corona infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X