For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের শিশুমৃত্যুর ঘটনায় কংগ্রেস ও গান্ধীদের তোপ মায়াবতী ও আদিত্যনাথের

Google Oneindia Bengali News

রাজস্থানের কোটা হাসপাতালে শিশু মৃত্যু জারি রয়েছে এখনও। গত দুই দিনেই আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে সেখানে। শিশু মৃত্যুর নিরিখে সেঞ্চুরি আগেই পার হয়েছে। এই বিষয়ে বেজায় চাপে রয়েছে রাজস্থানের কংগ্রেস সরকার। এবার আরও অস্বস্তিতে কংগ্রেস। কারণ এই প্রসঙ্গেই কংগ্রেসকে তুলোধনা করলেন বিএসপি নেত্রী মায়াবতী। পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

প্রিয়াঙ্কাকে নিশানা মায়াবতীর

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে নিশানা করে মায়াবতী বলেন, 'কংগ্রেস সাধারণ সম্পাদক রাজস্থানের কোটায় গিয়ে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা করেন না। কিন্তু যে কোনও বিষয়েই উত্তর প্রদেশের নির্যাতিতদের পরিবারের লোকজনদের দেখা করেন। এটা কেবলই তাঁর রাজনৈতিক স্বার্থ তথা নাটক বলেই গন্য করা হবে। রাজ্যের জনতাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।'

অশোক গেহলোতকে আক্রমণ মায়াবতীর

এদিকে প্রিয়াঙ্কার পাশাপাশি মায়াবতী আক্রমণ করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলোতকেও। তিনি লেখেন, 'কংগ্রেস শাসিত রাজস্থানের কোটা জেলার হাসপাতালে সম্প্রতি প্রায় ১০০ শিশুর মৃত্যু হয়েছে। মায়েদের এই কোল খালি হওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত তথা তাঁর সরকার এই ঘটনা নিয়ে এখনও উদাসীন, অংসবেদন তথা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে, যা খুবই নিন্দনীয়।'

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সমালোচনায় মায়াবতী

অন্য একটি টুইটে মায়াবতী বলেছেন, 'কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বিশেষ করে মহাসচিব এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। উত্তরপ্রদেশের মতোই তিনি সেখানকার দরিদ্র সন্তানহারা মায়েদের সঙ্গে দেখা করলে ভালো হত। কারণ, তাঁদের দলের সরকারেরই অবহেলার কারণে ওই মায়েদের কোল খালি হয়েছে।'

আক্রমণে আদিত্যনাথও

আক্রমণে আদিত্যনাথও

এদিকে কংগ্রেসকে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও। এক টুইটবার্তায় তিনি বলেন, 'রাজস্থানে যেভাবে ১০০টি শিশু মারা গেল তা মর্মান্তিক। সেই মাগুলোর করুণ অবস্থা ভেবে আমি মর্মাহত। এই পুরো বিষয়টি সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী। বিষয়টি খুবই দুঃখের যে কংগ্রেস প্রধান সনিয়া গান্ধী ও সাধআরণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মহিলা হয়েও সেই সব মায়েদের দুঃখ বুঝতে পারছেন না।'

English summary
Yogi Adityanath, Mayawati Slam Sonia Gandhi and congress Over Baby Deaths In Kota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X