For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-কে 'অ্যাক্সিডেন্টাল হিন্দু' বলে কটাক্ষ যোগীর

রাহুল-কে 'অ্যাক্সিডেন্টাল হিন্দু' বলে কটাক্ষ যোগীর

  • |
Google Oneindia Bengali News

বছর বদলেছে, রাজনৈতিক সম্পর্ক নয়। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির হিন্দুত্বকে সরাসরি নিশানা করেছিলেন তিনি। এবার তারই প্রত্যুত্তর দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাহুলকে 'অ্যাক্সিডেন্টাল হিন্দু' বলে তোপ দাগলেন তিনি।

আমেঠি থেকে রাহুলকে আক্রমণ যোগীর!

আমেঠি থেকে রাহুলকে আক্রমণ যোগীর!

নতুন বছরের শুরুতে একদা কংগ্রেসের গড় বলে পরিচিত আমেঠিতে দাঁড়িয়েই রাহুলকে আক্রমণ করলেন যোগী৷ এই আমেঠি থেকেই বরাবর লোকসভা নির্বাচনে লড়তেন রাহুল গান্ধী। আমেঠির তিনবারের সাংসদ তিনি। ২০১৯ সালে অবশ্য সব সমীকরণ বদলে যায়। স্মৃতি ইরানির কাছে গো-হারান হারেন সোনিয়া তনয়। যোগী সেখানে দাঁড়িয়েই বলেন, 'আমেঠির প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী মন্দিরে বসতে জানেন না। যে মন্দিরে উনি গেছিলেন, তার পুরোহিত ওঁকে বসতে শিখিয়ে দেন। হিন্দুত্ব এবং হিন্দুইজম নিয়েও কিছুই জানেন না উনি। স্রেফ মিথ্যা প্রচার করে চলছেন।'

আমেঠি থেকে কাউকেই ছেড়ে কথা বলেননি যোগী!

আমেঠি থেকে কাউকেই ছেড়ে কথা বলেননি যোগী!

তবে যোগী শুধুই রাহুলকে আক্রমণ করেছেন বললে ভুল হবে। আমেঠিতে দাঁড়িয়ে সমস্ত বিরোধীদের নিশানা করেন তিনি। যোগীর কথায়, 'করোনা অতিমারি চলাকালীন কোনও সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপির নেতা, কর্মী মানুষের পাশে দাঁড়াননি। নির্বাচন এগিয়ে আসতেই ওঁরা চলে এসেছেন। নির্বাচনের পর ফের সাড়ে চার বছর ধরে উধাও হয়ে যাবেন ওঁরা। যারা বরাবর বিভাজনের রাজনীতি করে এসেছেন। যাদের জিনে বিভাজন, যাদের পূর্বপুরুষরা বলতেন আমরা ভুলবশত হিন্দু, তারা নিজেদের হিন্দু বলতে পারেন না।' যোগী আরও বলেন, 'আমরা কিছুই লুকোচ্ছি না। যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না, তখনও এই কথা বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলব। প্রত্যেকের উচিত গর্ব সহকারে নিজেদের হিন্দু বলা।'

অযোধ্যায় ভূমিপুজো ও কাশী-বিশ্বনাথ করিডর বিজেপির মাস্টারস্ট্রোক!

অযোধ্যায় ভূমিপুজো ও কাশী-বিশ্বনাথ করিডর বিজেপির মাস্টারস্ট্রোক!

প্রসঙ্গত, ২০২০-তে অযোধ্যায় যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দির নির্মানের ভূমি পুজো করেছেন। ২০২১ এর শেষে বারানসিতে কাশী-বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দুটি ঘটনাই যথেষ্ট উত্তরপ্রদেশ ভোটে হিন্দুভোট বিজেপির ঝুলিতে নিয়ে আসার জন্য। তাই হিন্দুত্ববাদ আক্রমণ করে মোদী-যোগী জুটিকে চাপ ফেলতে চাইছে কংগ্রেস নেতৃত্ব৷

English summary
Congress leader Rahul Gandhi has stepped up his attacks from the beginning of his campaign for the Uttar Pradesh Assembly elections. He directly targeted the Hindutva of the BJP. This time Chief Minister Yogi Adityanath replied. He called Rahul an 'accidental Hindu'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X