For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় রকমের সড়ক দুর্ঘটনার মুখে পড়লেন কেশব প্রসাদ মৌর্য-র ছেলে যোগেশ মৌর্য

  • |
Google Oneindia Bengali News

কেশব প্রসাদ মৌর্যের দ্বিতীবারের জন্য উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই অঘটন! বড়রকমের সড়ক দুর্ঘটনায় পড়লেন কেশবের ছেলে যোগেশ মৌর্য। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলার আলমপুর বাইপাসের কাছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যোগেশ মৌর্যের ফরচুনার গাড়িটি জালাউন জেলায় একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় কালপি থানার পুলিশ। তবে যোগেশ সুস্থ রয়েছেন।

দুর্ঘটনার মুখে পড়লেন কেশব প্রসাদ মৌর্য-র ছেলে যোগেশ মৌর্য

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, জেলার পুলিশ সুপার রবি কুমার বলেছেন, কালপির কাছে একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যোগেশ মৌর্যর গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জালাউনের পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় যোগেশ যাদব গাড়িতে উপস্থিত ছিলেন। তবে গাড়িটির ক্ষতি হলেও যোগেশের কোনরকম বড় আঘাত লাগেনি বলেই জানিয়েছেন এসপি৷

প্রসঙ্গত, ২০২২ বিধানসভা নির্বাচনে নিজের আসন সিরাথু থেকে সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে ভোটে হেরেছেন মৌর্য৷ তাই উত্তরপ্রদেশ বিজেপির একটা বড় অংশ চেয়েছিল কেশব প্রসাদ মৌর্যকে রাজ্য থেকে সরিয়ে যাতে দিল্লিতে দায়িত্ব দেয় দল৷ তবে তাতে আপত্তি জানান কেশব নিজেই৷ সূত্রের খবর উত্তরপ্রদেশ মন্তিসভা গঠনের আগে দিল্লিতে হওয়া বৈঠকে নিজের আপত্তির কথা বলেছিলেন কেশব৷ এরপর সব দিক বিবেচনা করে দলীয় নেতৃত্ব কেশবকে উপ-মুখ্যমন্ত্রীই রেখেছে৷ ২০২৪ এ লোকসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে রাজ্যে জয় হাশিল করতে না পারলেও লোকসভায় দলিতদের ভোট পেতে সর্বস্ব দিয়ে ঝাঁপাবে সমাজবাদী পার্টি। এবং তখন বিজেপির তরফে কেশবই তুরুপের তাস হবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

English summary
Yogesh Maurya, son of Keshab Prasad Maurya, meet with a major road accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X