For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন কেস বৃদ্ধিতে ‘‌হলুদ’‌ সতর্কতা, এই সময় কি কি খোলা থাকছে বা বন্ধ থাকছে দিল্লিতে জেনে নিন

ওমিক্রন কেস বৃদ্ধিতে ‘‌হলুদ’‌ সতর্কতা

Google Oneindia Bengali News

দিল্লিতে বাড়তে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে রাজ্য সরকার মঙ্গলবার জাতীয় রাজধানীতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অন্তর্গত '‌হলুদ’‌ সতর্কতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শহরের কোভিড–১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ–পর্যায়ের বৈঠক করেছেন।

ওমিক্রন কেস বৃদ্ধিতে ‘‌হলুদ’‌ সতর্কতা, এই সময় কি কি খোলা থাকছে বা বন্ধ থাকছে দিল্লিতে জেনে নিন

বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, '‌বেশ কিছুদিন ধরে দিল্লিতে কোভিড–১৯ পজিটিভ কেসের হার ০.‌৫ শতাংশে এসে ঠেকেছে, আমরা তাই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের আওতায় লেভেল–১ (‌হলুদ সতর্কতা)‌ কার্যকর করেছি। বিধি–নিষেধ কার্যকর করার বিস্তারিত আদেশ শীঘ্রই প্রকাশ করা হবে।’‌ কেজরিওয়াল এও জানিয়েছেন যে নতুন কোভিড–১৯ কেসের পরিস্থিতিগুলি বেশ হাল্কা। কোভিড–১৯ সংখ্যা বাড়ার পরও অক্সিজেন বা ভেন্টিলেটরের ব্যবহার বৃদ্ধি পায়নি। টানা দু’‌দিন ধরে শহরে কোভিড পজিটিভিটি হার ০.‌৫ শতাংশ হওয়ার পরই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দিল্লিতে ৩৩১টি নতুন করোনা কেস ধরা পড়ে, ৯ জুনের পর একদিনে এত কেস বৃদ্ধি এই প্রথম। সোমবার রিপোর্ট করা পজিটিভিটির হার ছিল ০.৬৮ শতাংশ, যা আগের দিন ০.৫৫ শতাংশ থেকে বেড়েছে ৷ তবে মঙ্গলবার দিল্লিতে ১৬৫ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

হলুদ সতর্কতা চলাকালীন কি কি খোলা থাকছে আর বন্ধ থাকছে

১)‌ নৈশ কার্ফু জারি থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত

২)‌ সপ্তাহান্তে কোনও কার্ফু জারি থাকছে না।

৩)‌ জোড়–বিজোড় নিয়মে, দোকান ও মলগুলি, অপ্রয়োজনীয় পরিষেবা বা মালপত্রের দোকান খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত।

৪)‌ নির্মাণ কাজ চলবে এবং সব শিল্প খোলা থাকবে।

৫)‌ ৫০ শতাংশ আসন সংখ্যা নিয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রেস্তোরাঁ ও দুপুর ১২টা থেকে রাত দশটা পর্যন্ত পানশালাগুলি খোলা থাকবে।

৬)‌ সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলি বন্ধ থাকবে

৭)‌ ব্যানকুয়েট হল, অডিটোরিয়াম বন্ধ থাকবে

৮) হোটেল খোলা থাকলেও হোটেলের ভেতরে থাকা ব্যানকুয়েট ও কনফরেন্স হল বন্ধ রাখা হবে।

৯)‌‌ সেলুন ও বিউটি পার্লার খোলা থাকবে

১০)‌ স্পা, জিম, যোগা ইনস্টিটিউট ও বিনোদননের পার্কগুলি বন্ধ রাখা হবে।

১১)‌ বাইরে যোগা করার ওপর অনুমোদন রয়েছে,

১২)‌ ৫০ শতাংশ আসন সংখ্যা নিয়ে দিল্লি মেট্রো চলবে তবে ট্রেনে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না।

১৩) এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া বাসগুলিকে ৫০ শতাংশ আসন নিয়ে পরিচালনা করতে হবে।

১৪)‌ অটো, ই–রিক্সা, ট্যাক্সি ও সাইকেল রিক্সায় ২ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না।

১৫) স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম ও সুইমিং পুল বন্ধ থাকবে তবে জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়ার আয়জোন করা যেতে পারে এই সময়। ‌‌

১৬)‌ পাবলিক পার্কগুলি বন্ধ রাখা হবে

১৭) বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যে মাত্র ২০ জন যেতে পারবেন।

১৮)‌‌ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, উৎসব ও বিনোদন সংক্রান্ত কার্যক্রম নিষিদ্ধ করা হবে (এই নিষেধাজ্ঞা এখনও রয়েছে)।

১৯)‌ ধর্মীয় স্থানগুলি খোলা থাকবে তবে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

২০)‌ স্কুল, কলেজ, শিক্ষামূলক প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

২১)‌ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫০% ক্ষমতা নিয়ে বেসরকারি অফিস খোলার অনুমতি রয়েছে।

English summary
Yellow alert issued in Delhi to increase cases of Omicron variant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X