For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত ইয়েদুরাপ্পার! কংগ্রেস-জেডিএসের নিখোঁজ বিধায়কদের নিয়ে চাঞ্চল্য

'পার্টি আমাকে পছন্দ করেছে। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আরতিনি আমাকে ডেকে পাঠাবেন, বলে আমার আশা। আমার আশা তিনি একটি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। রাজ্যপালের থেকে চিঠি আমারকাছে পৌঁছলেই আমা জানাব।

  • |
Google Oneindia Bengali News

'পার্টি আমাকে পছন্দ করেছে। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আরতিনি আমাকে ডেকে পাঠাবেন, বলে আমার আশা। আমার আশা তিনি একটি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। রাজ্যপালের থেকে চিঠি আমারকাছে পৌঁছলেই আমা জানাব। ' এদিন সকালে বেঙ্গালুরতে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরনোর সময় সাংবাদিকদের এমনই তথ্য জানিয়েছেন বিএস ইয়েদুরপ্পা। তিনিই বিজেপি-র তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার স্পষ্ট ইঙ্গিত ইয়েদুরপ্পার! কংগ্রেস ও জেডিএস-র নিখোঁজ বিধায়কদের নিয়ে চাঞ

উল্লেখ্য, আগামীকাল ১১ টা নাগাদ ইয়েদুরপ্পা শপথ নিতে চলেছেন বলে খবর। বিজেপি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার বিষয়ে নিশ্চিত বলেও সূত্রের খবর। এদিকে, কংগ্রেসের ৭৮ জন বিধায়কের মধ্যে ৬৬ জন উপস্থিত ছিলেন পার্টির বিধায়কদের বৈঠকে। আর ফলে অনুপস্থিত কংগ্রেস বিধায়কদের নিয়ে শুরু হয়েছে চরম চাঞ্চল্য। তাঁরা এই বৈঠকে কেন নেই, তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে, জেডিএস-এর ২ জন বিধায়ককে দলীয় বৈঠকে গড়হাজির থাকতে দেখেও নানাবিধ আশঙ্কা তৈরি হয়েছে জেডিএস-কংগ্রেস শিবিরে। সব মিলিয়ে কর্ণাটকের ভোট নাটক এখন তুঙ্গে।

এরকম এক পরিস্থিতিতে, কংগ্রেসের দাবি, ৬ জন বিজেপি বিধায়ক ঝুঁকে গিয়েছেন কংগ্রেস জেডিএস শিবিরের দিকে। তবে কর্ণাটকের রাজ্যপাল বাজুবাই বালা দুপক্ষের সঙ্গে বৈঠক করেই সিদ্ধান্তে আসতে চলেছেন বলে খবর। কংগ্রেসের দাবি, বিজেপি বিধানসভা দখল করতে রীতিমত বিধায়ক 'শিকার' করে যাচ্ছে। তবে কংগ্রেসের যাবতীয় দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

English summary
Yedurappa Confident Of being Cheof Minister of Karnataka, may take oath tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X