For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিঃশর্তে বিজেপি-তে ফিরতে চান ইয়েদুরাপ্পা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ইয়েদুরাপ্পা
নয়াদিল্লি, ১৫ নভেম্বর: নিঃশর্তভাবে বিজেপি-তে ফিরতে চান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এই মর্মে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাবও পাঠিয়েছেন। তাঁকে ফিরিয়ে নিলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপি ভালো ফল করবে বলে ধারণা।

দুর্নীতির অভিযোগে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল ইয়েদুরাপ্পাকে। তারপরই চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি। লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পাকে বহিষ্কার করায় লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে খারাপ প্রতিক্রিয়া হয়। তা ছাড়া, ভালো সংগঠক বলে পরিচিত ইয়েদুরাপ্পা দলে ধস নামিয়ে দিয়েছিলেন। সেই ইয়েদুরাপ্পা যদি ফিরে আসেন, তা হলে নরেন্দ্র মোদী তথা বিজেপি-র হাত শক্ত হবে। কারণ, কর্ণাটকে ২৮টি লোকসভা আসন রয়েছে। এখান থেকে বিজেপি যত বেশি আসন তুলে নিতে পারবে, ততই লাভ তাদের।

যদিও কর্ণাটকের আর এক বিজেপি হেভিওয়েট অনন্ত কুমার নিশ্চিতভাবেই ইয়েদুরাপ্পার প্রত্যাবর্তনে বাধা সৃষ্টি করবেন। তা ছাড়া, সুষমা স্বরাজও ইয়েদুরাপ্পাকে ফিরিয়ে নিতে রাজি নন বলে খবর। দলের একাংশ অবশ্য তাঁকে ফেরানোর পক্ষে। কারণ, পরিসংখ্যান উল্লেখ করে তাঁরা বলছেন, ইয়েদুরাপ্পার নবগঠিত কর্ণাটক জনতা পক্ষ (কেজেপি) গত বিধানসভা আসনে ৯.৯ শতাংশ ভোট পেয়েছিল। বিভিন্ন বিধানসভা আসনে বিজেপি-র পরাজয়ে বড় ভূমিকা নিয়েছিল কেজেপি। বিজেপি সূত্রে খবর, ইয়েদুরাপ্পার প্রস্তাব নিয়ে ৮ ডিসেম্বরের পর আলোচনা করা হবে দলে। ওই দিন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হবে। রাজনৈতিক সমীকরণ কষে তারপরই সিদ্ধান্ত নেবে বিজেপি।

English summary
yeddyurappa offers unconditional merger with bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X