For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ গুগলে সব থেকে বেশি কী খুঁজেছেন সবাই? দেখুন তালিকা

শেষ হতে চলেছে এই বছর। এরই মাঝে চলতি বছরে বেশ কিছু ক্ষেত্রে নিজেদের জ্ঞান বাড়াতে গুগলের সাহায্য নেন সাধারণ মানুষ।

Google Oneindia Bengali News

শেষ হতে চলেছে ২০১৯ সাল। এরই মাঝে চলতি বছরে বেশ কিছু ক্ষেত্রে নিজেদের জ্ঞান বাড়াতে গুগলের সাহায্য নেন সাধারণ মানুষ। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি কী কী :

৩৭০ ধারা কী?

৩৭০ ধারা কী?

চলতি বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় ৩৭০ ধারা। এরপরেই এই নিয়ে মানুষের উৎসাহ বাড়ে। ৩৭০ ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৪৯ সালের ১৭ অক্টোবর। এই ধারাতে বলা হয় যে জম্মু ও কাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হবে। পাশাপাশি এই ধারাতে উল্লেখ করা হয় যে ওই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয়। এই ধারার ফলে ওই রাজ্যে সংসদের ক্ষমতা সীমিত করাছিল। ভারত সঙ্গে অন্তর্ভুক্তি সহ কোনও কেন্দ্রীয় আইন বলবৎ রাখার জন্য রাজ্যের মত নিলেই চলে। কিন্তু অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের একমত হওয়া আবশ্যক।

এক্সিট পোল কী?

এক্সিট পোল কী?

চলতি বছরে অনুষ্ঠিত হয়েছিল দেশের সাধারণ নির্বাচন। দীর্ঘ সাত দফায় সম্পন্ন হওয়া নির্বাচনের পরেই সব নিউজ চ্যানেলে বেড়োতে থাকে এক্সিট পোল। এরপরে মানুষের মনে এই নিয়ে বাড়তে থাকে কৌতুহল।

ভোটাররা ভোট দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে এক্সিট পোল করা হয়। কোন দল সরকার গঠন করতে পারে তার একটা হাওয়া বোঝা যায় এক্সিট পোলের মাধ্যমে। ওপিনয়ন পোলের সময়ে যেমন ভোটারকে জিজ্ঞাসা করা হয় তিনি কাকে ভোট দেওয়ার কথা ভাবছেন, এক্সিট পোল তার থেকে আলাদা। এ ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কাকে ভোট দিলেন। বেশ কিছু সংস্থা একজিট পোল পরিচালনা করে থাকে।

ব্ল্যাকহোল কী?

ব্ল্যাকহোল কী?

কৃষ্ণগহ্বর এর সহজ সংজ্ঞা দিতে গেলে বলতে হবে, একটি তারা বা নক্ষত্র যখন মারা যায় তখন সৃষ্টি হয় একটি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। কয়েক শতাব্দী ধরে চলে আসা এক অনুমান এর সত্যিকারের ছবি দেখতে পাওয়া যায় ১০ এপ্রিল ,২০১৯। এরপরেই এই নিয়ে কৌতুহল বাড়ে মানুষের মধ্যে।

হাউডি মোদী কী?

হাউডি মোদী কী?

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে 'হাউদি মোদী' অনুষ্ঠানে ৫০ হাজারেরও বেশি মানুষের সামনে ভাষণ দেন। এই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পও যোগ দেন।

ই-সিগারেট কী?

ই-সিগারেট কী?

সরকার এই বছরই ই-সিগারেট নিষিদ্ধ করে। এরপর বেড়ে যায় এই বিষয়ে মানুষের জানার আগ্রহ। ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট ব্যাটারি চালিত এক ধরনের যন্ত্র। ইলেকট্রনিক সিগারেটের ভেতরে থাকে নিকোটিনের দ্রবণ যা ব্যাটারির মাধ্যমে গরম হয়। এর ফলে ধোঁয়া তৈরি হয়। এটি মস্তিষ্কে ধূমপানের মতো অনুভূতির সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে সারা বিশ্বে ইলেকট্রনিক সিগারেটের প্রচলন বেড়েছে।

ক্রিকেটে ডিএলএস কী?

ক্রিকেটে ডিএলএস কী?

এই বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হয়। বিশ্বকাপের সেমিফআইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হারতেও হয় ভারতকে। এই সময়ে ডিএলএসে-এর সার্চ বাড়ে ইন্টারনেটে। আন্তর্জাতিক কোনও ক্রিকেট ম্যাচ বৃষ্টি হলে যে নিয়মে খেলা পরিচালিত হয় তার নাম হয়ত সবাই জানেন কিন্তু এই মেথডের কথা মাথায় এলেই কিছু দুর্বোধ্য সমীকরণ মাথায় চলে আসে। অধিকাংশ মানুষই এই মেথড সম্পর্কে ভালোভাবে জানেন না।

অযোধ্যা মামলা কী?

অযোধ্যা মামলা কী?

৯ নভেম্বর বহু প্রতিক্ষিত অযোধ্যা জমি বিতর্কের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়ে সর্বসম্মতিক্রমে বিবাদের মূলে থাকা ২.৭৭ একর জমিটি হিন্দুদের দেওয়ার কথা বলা হয়। এবং তা তৈরির জন্য তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করতে হবে বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত জানায়, ১৯৯২ সালে মসজিদ ভাঙা বেআইনি ছিল। এই মামলার শুনানি চলাকালীন অযোধ্যা মামলা নিয়ে জানতে গুগলে এই বিষয়ে সার্চ বাড়ে সাধারণ মানুষের মধ্যে।

অনুচ্ছেদ ১৫ কী?

অনুচ্ছেদ ১৫ কী?

আয়ুষ্মান খুরানা অভিনীত আর্টিকেল ১৫ সিনেমাটি মুক্তি পায় এই বছর। এরপরেই এই বিষয়ে কৌতুহল বাড়ে মানুষের। ভারতীয় সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এই দেশ ধর্ম,জাতি, লিঙ্গ,জন্মস্থান ইত্যাদি বিষয় নিয়ে কোনো বৈষম্যমুলক আচরণকরবেনা।এমনকি কোনো প্রকাশ্য স্থানে, রেস্তোরায়, শপিং মল সহ বিভিন্ন স্থানেও কোন ভেদাভেদ করতে পারবে না।

সার্জিক্যাল স্ট্রাইক কী?

সার্জিক্যাল স্ট্রাইক কী?

এই বছর মুক্তি পায় আরও একটি সিনেমা। নাম উরি। এরপরেই সার্জিক্যাল স্ট্রাইকের তিন বছর পর আবার মানুষের মনে উৎসাহ বাড়ে মানুষের। তাছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটেও সার্জিক্যাল স্ট্রাইক ২.০ চালায় ভারতীয় বায়ুসেনার। এরপরেই এই বিষয়টি নিয়ে মানুষ বিস্তারিত জানতে গুগলের সাহায্য নিতে শুরু করেন।

এনআরসি কী?

এনআরসি কী?

চলতি বছরেই অসমে জারি করা হয় এনআরসি। এই বিষয়ে সারা দেশই ভয়ে সন্ত্রস্ত। এনআরসি নিয়ে গুজব ও ভয়ের কারণেই এই বিষয়ে গুগলের সাহায্য নেয় সবাই।

২০১৯ জুড়ে পাকিস্তানে খোঁজ চলেছে ভারতীয় সিনেমা, শো-এর! প্রমাণ করল গুগল সার্চ-ট্রেন্ড ২০১৯ জুড়ে পাকিস্তানে খোঁজ চলেছে ভারতীয় সিনেমা, শো-এর! প্রমাণ করল গুগল সার্চ-ট্রেন্ড

English summary
year ender flashback of 2019 most searched google topic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X