For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮-য় সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়গুলি চমকে দিয়েছে সকলকে

২০১৮ সাল ভারতীয় আইনব্যবস্থার ইতিহাসে এক ঘটনাবহুল বছর। এই বছরে এমন সব ঐতিহাসিক রায় সর্বোচ্চ আদালত দিয়েছে যা আইনের ইতিহাসে যুগান্তকারীও বটে।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সাল ভারতীয় আইনব্যবস্থার ইতিহাসে এক ঘটনাবহুল বছর। এই বছরে এমন সব ঐতিহাসিক রায় সর্বোচ্চ আদালত দিয়েছে যা আইনের ইতিহাসে যুগান্তকারীও বটে। সমকামিতা আইন থেকে, পরকীয়া আইন, স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি থেকে শুরু করে রাফালে মামলা। এক একটি ইস্যুতে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে সুপ্রিম কোর্ট। আগামী বছরগুলিতেও এমন সমস্ত দৃষ্টান্তমূলক রায় সর্বোচ্চ আদালত দেবে বলে মনে করা হচ্ছে। এবছর কোন কোন রায়গুলি দৃষ্টান্ত হয়ে থাকল তা জেনে নেওয়া যাকত একনজরে।

সমকামিতা

সমকামিতা

সমকামিতা আর অপরাধ নয়। ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করে। সমকাম মানুষের মৌলিক অধিকার বলে জানিয়ে দেয় এই বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই রায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় সমকামীদের মধ্যে যৌন সম্পর্ককে আর অপরাধ বলে গণ্য করা যাবে না। যদিও, এই ধারায় পশুদের সঙ্গে মানুষের যৌন সম্পর্ককে অপরাধ বলেই গণ্য করা হবে বলে জানায় শীর্ষ আদালত। একটা মানুষের শরীরের ভিতরে থাকা জেনেটিক ফর্মেশন কেমন হবে তা তার হাতে থাকে না। একটা মানুষের সমকামী হওয়াটা জিন ঘটিত ব্যাপার। সুতরাং, বাকী অন্যদের মতোই সমকামীদেরও স্বাভাবিক অধিকার রক্ষার স্বাধীনতা পাওয়া উচিত বলেও মত দেয় শীর্ষ আদালত।

কাবেরী নিয়ে যুদ্ধ

কাবেরী নিয়ে যুদ্ধ

কাবেরী নদীর জল নিয়ে রায়ে কিছুটা কর্ণাটকের দিকে ঝুঁকল সুপ্রিম কোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট জানায়, কাবেরীর জলের অধিকার কোনও একটি রাজ্যের নয়। তা কেউ দাবিও করতে পারবে না। আগে তামিলনাড়ুকে ১৯২.২ টিএমসি জল দিতে হতো কর্ণাটককে। সেটা কমিয়ে ১৭৭ টিএমসি করা হয়। বাকী ১৪.৭৫ টিএমসি জল কর্ণাটক ব্যবহার করতে পারবে বলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। এই ১৪.৭৫ টিএমসি জলের মধ্যে বেঙ্গালুরু ৪.৭ টিএমসি জল পাবে বলেও জানানো হয়। যুগের পর যুগ ধরে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে কাবেরীর জল নিয়ে যুদ্ধ চলেছে। শীর্ষ আদালতের রায়ে তা মিটল বলেই মনে করা হচ্ছে।

স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি

স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি

সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার রয়েছে মানুষের। সেই ভাবনাকে সম্মান জানিয়েই ঐতিহাসিক রায়ে স্বেচ্ছামৃত্যু বা প্যাসিভ ইউথানাসিয়া-য় সম্মতি জানায় সুপ্রিম কোর্ট। তবে নির্দিষ্ট শর্তাবলির মধ্য দিয়ে এই নিয়ম মানতে হবে বলেও সতর্ক করে দেয় সর্বোচ্চ আদালত। বলা হয়, কোনও রোগাক্রান্ত ব্যক্তি যদি, সারানো যায় না এমন শারীরিক অবস্থা বা কোমায় চলে যান, সেক্ষেত্রে তাঁর ইচ্ছার সম্মতিতে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় আগে থেকে কেউ ঠিক করে যেতে পারবেন তাঁর অসুস্থতার সময়ে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হবে নাকি তা সরিয়ে ফেলা হবে। যাতে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারেন। তৎকালীন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেয়। কেন্দ্রকে উপযুক্ত আইন প্রণয়নের কথাও বলা হয়।

খাপ পঞ্চায়েত নিয়ে রায়

খাপ পঞ্চায়েত নিয়ে রায়

খাপ পঞ্চায়েত অবৈধভাবে কোনও প্রাপ্তবয়স্কের বিয়ে আটকাতে পারবে না। আটকালে তা অবৈধ বলে ঘোষিত হবে। এমনই কড়া রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। দুজন প্রাপ্তবয়স্কের সম্মতিতে বিয়ে হলে তা আটকানোর কোনও ক্ষমতা খাপ পঞ্চায়েতের নেই বলেই স্পষ্ট জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত।

কাশ্মীরে ৩৭০ ধারা

কাশ্মীরে ৩৭০ ধারা

জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা আইন নিয়ে বিশেষ রায় দিল সুপ্রিমকোর্ট। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংবিধানের ৩৭০ নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তা কোনও অস্থায়ী বন্দোবস্ত নয়। ২০১৭ সালে ৩৭০ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন বিজয়লক্ষ্মী নামে এক আবেদনকারী। গতবছরের ১১ এপ্রিল এই মামলা খারিজ করে দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিজয়লক্ষ্মী। তাঁর দাবি ছিল ৩৭০ ধারাকে অস্থায়ী ব্যবস্থা বলে ঘোষণা করুক আদালত। কারণ এই ব্যবস্থার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তাই এবার তা তুলে দেওয়া উচিত। তবে আদালত তার বিরুদ্ধেই রায় দিয়েছে।

স্ত্রী অস্থাবর সম্পত্তি নয়

স্ত্রী অস্থাবর সম্পত্তি নয়

স্ত্রী অস্থাবর সম্পত্তি হতে পারেন না। স্ত্রী স্ত্রী-ই। তাঁকে সেই সম্মান দিতে হবে। স্ত্রী যদি স্বামীর সঙ্গে থাকতে না চান। তবে তাঁকে জোর করে সঙ্গে রাখতে পারবেন না স্বামী। এক মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে থাকবে কি না, সে বিষয়ে স্ত্রীর ইচ্ছাই অগ্রাধিকার পাবে।

সবরিমালা মন্দির

সবরিমালা মন্দির

কেরলের লর্ড আয়াপ্পার সবরিমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বছরভর উত্তাপ বজায় ছিল। মাঝে সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দিয়ে জানিয়ে দেয়, সবরিমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলার প্রবেশাধিকার রয়েছে। শীর্ষ আদালত জানায়, ৮০০ বছর ধরে এই মন্দিরে প্রবেশাধিকার নেই কোনও মহিলার। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থান ভেদে কারও প্রতি বৈষম্যমূলক আচরণ করা যায় না। সুপ্রিম কোর্টের এই রায়ের পরও কেরলে বিক্ষোভ থামেনি। এই রায়ের পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে। তবে এই রায় ঐতিহাসিক তা সন্দেহ নেই।

আধার মামলা

আধার মামলা

'সমাজের প্রান্তিক মানুষকে শক্তিশালী করে আধার', এই কথা জানিয়ে আধার মামলায় কেন্দ্রের পক্ষেই রায় দিয়ে আধারের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। তবে ব্যাঙ্ক, মোবাইল, গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানা জায়গায় আধারের তথ্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। আদালতের রায়ে তা আর বাধ্যতামূলক থাকল না বলেই আদালত জানায়।

পরকীয়া

পরকীয়া

পরকীয়া অপরাধ নয়, তা এবছর জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারাকে অসাংবিধানিক বলে ঘোষিত করা হয়। প্রাক্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। একইসঙ্গে আদালত জানিয়ে দেয়, পরকীয়ার ফলে বিয়ে ভেঙে যেতে পারে, তবে তাই বলে এটিকে কখনও ফৌজদারী অপরাধ বলে গণ্য করা যায় না।

রাফালে রায়

রাফালে রায়

রাফালে মামলায় কেন্দ্রকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। আদালতের পর্যবেক্ষণে তদন্তের আর্জি জানানো হয়। যা আদালত খারিজ করে দিয়েছে। জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্তের প্রয়োজন নেই। আদালত জানায়, গোটা প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করার কোনও অবকাশ নেই। আদালত সন্তুষ্ট। ফলে কোনও তদন্তের প্রয়োজন নেই। একইসঙ্গে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বলেছে, কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনও বিষয় খুঁজে পাওয়া যায়নি।

[আরও পড়ুন:২০১৮-য় বছরভর দেশবাসীর নজর ছিল এই ঘটনাগুলিতে, দেখুন একনজরে ][আরও পড়ুন:২০১৮-য় বছরভর দেশবাসীর নজর ছিল এই ঘটনাগুলিতে, দেখুন একনজরে ]

English summary
Year Ender 2018 : Historical judgements by Supreme Court in this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X