For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন ৪০০টি আসন নিশ্চিত পাবে বিজেপি! মোদীর প্রশংসায় পরিসংখ্যান তাঁর সমালোচকের

বিজেপির বিদ্রোহী বা প্রতিবাদী বলেই তাঁর খ্যাতি। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন, কিন্তু মোদী-যুগে ব্রাত্যের তালিকায় থেকেছেন যশবন্ত সিনহা।

Google Oneindia Bengali News

বিজেপির বিদ্রোহী বা প্রতিবাদী বলেই তাঁর খ্যাতি। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী-যুগে ব্রাত্যের তালিকায় থেকেছেন যশবন্ত সিনহা। সেই যশবন্তের কণ্ঠেই এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে। মোদী সরকারের নিন্দা ছাড়া তাঁর কণ্ঠে বিগত পাঁচ বছরে কিছু শোনা যায়নি। এখন তাঁর মুখেই প্রশংসা মোদীর।

বিজেপি ৪০০-র বেশি আসন জিততে পারে

বিজেপি ৪০০-র বেশি আসন জিততে পারে

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার প্রসঙ্গেই তিনি মোদীর এবং মোদী সরকারে প্রশংসা করেন ঘুরিয়ে। তিনি বলেন, এউ ৩৭০ ধারা অবলুপ্তির পূর্ণ ফায়দা তুলবে মোদী সরকার। এখন ভোট হলে বিজেপি ৪০০-র বেশি আসন জিততে পারে। কারণ গোটা দেশই এখন ৩৭০ ধারা অবলুপ্তিকে সমর্থন করছে।

মোদী ভেঙে দিতে পারেন রাজীবের রেকর্ড

মোদী ভেঙে দিতে পারেন রাজীবের রেকর্ড

যশবন্তের কথায়, নরেন্দ্র মোদী অবলীলায় রাজীব গান্ধীর রেকর্ড ভেঙে দিতে পারেন। এখন যদি ভোট হত ৪০০ বেশি আসন পেত বিজেপি। এমনকী ১৯৮৪-তে রাজীব গান্ধীর আমলে পাওয়া কংগ্রেসের আসন সংখ্যাও ছাপিয়ে যেতে পারত বিজেপি। মোদীর প্রশংসা করেই জানালেন যশবন্ত সিনহা।

৩৭০ ধারা অবলুপ্তি একটি রাজনৈতিক চাল

৩৭০ ধারা অবলুপ্তি একটি রাজনৈতিক চাল

মোদীর কট্টর সমালোচক যশবন্ত সিনহা মনে করেন, কাশ্নীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি একেবারেই রাজনৈতিক একটি চাল। এর সঙ্গে কাশ্মীরের মানুষের কোনও ভালোমন্দ জড়িয়ে নেই। কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের দিকে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

৩৭০ ও ৩৫এ ধারা অবলুপ্তি, নির্মূল হবে সন্ত্রাসবাদ

৩৭০ ও ৩৫এ ধারা অবলুপ্তি, নির্মূল হবে সন্ত্রাসবাদ

সোমবার ৩৭০ ও ৩৫এ ধারা অবলুপ্তির পর সন্ত্রাসবাদ নির্মূল হবে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৭০ ধারা বাতিলের সমর্থনে রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের পুনর্গঠন বিল পেশ করা হয়। তাঁর দাবি এই সিদ্ধান্তের ফলে কাশ্মীর শীঘ্রই হাসবে। কাশ্মীরের জীবনযাত্রাও স্বাভাবিক হতে শুরু করবে। একইসঙ্গে এদিন কাশ্মীরকে ভেঙে দু-টুকরো করে দেওয়া হয়।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলুপ্তির পর কেমন আছে কাশ্মীর! রিপোর্ট যা উঠে আসছে ][আরও পড়ুন: ৩৭০ ধারা বিলুপ্তির পর কেমন আছে কাশ্মীর! রিপোর্ট যা উঠে আসছে ]

[আরও পড়ুন: লোকসভায় পেশ হল ৩৭০ ধারা নিয়ে আনা বিল, শুরু তুমুল বিরোধিতা, যুক্তি সাজালেন অমিত শাহ][আরও পড়ুন: লোকসভায় পেশ হল ৩৭০ ধারা নিয়ে আনা বিল, শুরু তুমুল বিরোধিতা, যুক্তি সাজালেন অমিত শাহ]

English summary
Yashwant Sinha explains how many seats can get Narendra Modi if now poll. BJP can get more than 400 seats in LS,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X