For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়ে কাজ করুন, আমি বাঁচাব ঝঞ্ঝাট থেকে, প্রধানমন্ত্রীর আশ্বাসে আপ্লুত আমলারা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৫ জুন: নির্ভয়ে কাজ করুন। সব ঝঞ্ঝাট থেকে আমি আপনাদের বাঁচাব।

এই কয়েকটি কথায় তাবড় আইএএস অফিসারদের মন জিতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথাবার্তা সেরে তার পর যখন উঠে এসে সবার সঙ্গে করমর্দন করলেন, তখন আমলারা আপ্লুত। এমন তো আগে কখনও হয়নি!

গতকাল বিকেলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের ৭২ জন সচিবকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক আলাপচারিতার পর তিনি বলেন, "আমি জানি, আপনাদের এতদিন ভয়ে ভয়ে কাজ করতে হত। কারণ নিরপেক্ষ সিদ্ধান্ত নিলে উঁচু মহলের কোপে পড়ে যাওয়ায় আশঙ্কা ছিল। দশ বছরের এই ক্লান্তিকর পরিবেশ এ বার শেষ হবে। কাজ করে যে কত আনন্দ পাওয়া যায়, তা বুঝতে পারবেন। আপনারা সবাই প্রতিভাসম্পন্ন। সেই প্রতিভাকে দেশের কাজে লাগান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে নয়। কাজ করতে গিয়ে যে মান্ধাতা আমলের নিয়মকানুন বাধা হচ্ছে, সেগুলো বদলে ফেলুন।"

প্রধানমন্ত্রীর কাছে এমন কথা শুনে ক্ষোভের ঝাঁপি খুলে বসেন ২৭ জন আমলা। অতীতে কে কীভাবে হেনস্থা হয়েছেন, সে কথা হলেন। শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আপনারা নির্ভয়ে কাজ করুন। যে কোনও ঝঞ্ঝাট থেকে আমি আপনাদের বাঁচাব।" ওয়াকিবহাল মহলের মতে, এ কথা বলেন একটা বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তা হল, কোনও আমলা যদি নিরপেক্ষভাবে কাজ করার জন্য কোনও মন্ত্রী কর্তৃক হেনস্থা হন, তা হলে খোদ প্রধানমন্ত্রী পাশে থাকবেন। ফলে মন্ত্রীরাও যেমন আমলাদের সঙ্গে এ বার ভালো ব্যবহার করতে বাধ্য হবেন, সেটা বলাই যায়।

নরেন্দ্র মোদী বলেছেন, কোনও অভিযোগ থাকলে আমলারা যেন সরাসরি এসে তাঁর সঙ্গে দেখা করেন বা তাঁকে ই-মেইল করেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Had a very fruitful meeting with Secretaries. Heard their views & asked to simplify administrative processes & make Govt. people friendly.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/474247995420971009">June 4, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Work fearlessly, I'll protect you, Prime Minister assures IAS officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X