For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালে চকাস চুম্বন, নারী 'ক্ষমতায়ন' টের পেলেন রাহুল!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী
যোরহাট, ২৭ ফেব্রুয়ারি: চাকরি জীবনে বোধ হয় এমন বিপাকে পড়েননি এসপিজি কমান্ডোরা। সর্বক্ষণ ওঁরা চক্কর কাটেন রাহুল গান্ধীর পাশে। কিন্তু বুধবার যা হল, তার মোকাবিলার কৌশল নিশ্চিতভাবেই ওঁদের জানা ছিল না!

অসমের এই শহরে বুধবার এসেছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। নগাঁও থেকে নির্বাচনী জনসভা সেরে এখানে আসেন। ৬০০ জন মহিলাকে নিয়ে একটি আলাদা সভা করেন। উদ্দেশ্য, নারী ক্ষমতায়ন। তিনি বলেন, কংগ্রেস সব সময় চেষ্টা করে প্রশাসনের বড় বড় পদে মহিলাদের বসাতে। তাতে নারী ক্ষমতায়ন সম্ভব হয় নিশ্চিতভাবেই।

কিন্তু নারী ক্ষমতায়ন যে সত্যিই হচ্ছে, তা টের পান কিছুক্ষণ পরই! সভা শেষে হালকা মেজাজে আলাপচারিতা চালাচ্ছিলেন। ততক্ষণে নিরাপত্তাকর্মীদের সরিয়ে দিয়ে কংগ্রেসের যুবরাজের চারপাশে ভিড় জমিয়েছেন আঠারো থেকে আশি বছর বয়সী মহিলারা। কথা বলতে বলতে স্নেহ-ভালোবাসার প্রকাশ ঘটতে শুরু করে! কেউ কুর্তা ধরে টানেন, কেউ পিঠে হাত বুলিয়ে দেন! উশখুশ করতে শুরু করেন তিনি। হঠাৎ এক মাঝবয়সী মহিলা পিছন থেকে এসে রাহুলের চুলে আঙুল বুলিয়ে দিতে শুরু করেন। রাহুল বিলকুল ভেবলে যান! কিছু বলার আগেই কপালে সটান চুম্বন!

ব্যাপার-স্যাপার 'গুরুতর' বুঝে তিনি যখন উঠিউঠি করছেন, তখন চকাস করে 'হামি' খান আর এক মহিলা! এবার ডানদিকের গালে! চুম্বনের এই পদ্ধতি ছিল জঙ্গি হামলার চেয়েও মারাত্মক! ওই মহিলা নিজের বাম হাত রাহুল গান্ধীর পিঠে রাখেন আর ডান হাত দিয়ে চিবুকটা চেপে ধরেন! বোকার মতো হাসা ছাড়া রাহুল আর কিছুই করতে পারেননি!

আরও চুম্বন আছড়ে পড়তে পারত গালে! কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে কয়েকজন বয়স্ক মহিলা এগিয়ে এসে ওঁকে 'উদ্ধার' করেন। যোরহাট থেকে সরাসরি দিল্লি ফিরে যান তিনি। হাঁফ ছেড়ে বাঁচেন এসপিজি কমান্ডোরা।

English summary
Women in Assam welcome Rahul Gandhi with kisses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X