For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌতুক না দেওয়ায় গণধর্ষণ করে 'আমার বাবা চোর' ট্যাটু করানো হল নববধূর কপালে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জয়পুর, ২৮ জুন : যৌতুকের টাকা না পেয়ে নববধূকে শায়েস্তা করতে যে পথ অবলম্বন করল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তা শুনলে শিউরে উঠতে হয়। [(ছবি) আজকের যুগেও এই ৮ কারণে বিয়ের পর অত্যাচারিত হয় নারী!]

বিয়ের পর যৌতুকের ৫১,০০০ টাকা না পেয়ে রাজস্থানের আলওয়ার জেলার বছর তিরিশের এক যুবতীকে স্বামী ও তাঁর দুই ভাই ও অন্য আরও কয়েকজন আত্মীয় মিলে গণধর্ষণ করে। এখানেই শেষ নয়, মেয়টির মাথাতে 'আমার বাবা চোর' এই শব্দগুলি উল্কির সাহায্যে স্থায়ীভাবে লিখে দেওয়া হয়। এছাড়াও দুই হাতে ট্যাটু করানো হয় অশ্লীল কিছু শব্দ। [সৎ বাবার হাতে ধর্ষিতা ১১ বছরের মেয়ে জন্ম দিল শিশুকন্যার]

যৌতুক না দেওয়ায় গণধর্ষণ করে 'আমার বাবা চোর' ট্যাটু করানো হল নববধূর কপালে!

গত বছরের জানুয়ারি মাসে রেনি গ্রামের বাসিন্দা জগন্নাথের সঙ্গে বিয়ে হয় যুবতীর। বিয়ের ৬ মাস পর থেকেই অত্যাচার শুরু হয় তাঁর উপর। যুবতীর পরিবারের তরফে জানানো অভিযোগ অনুসারে গত নভেম্বর মাসে অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে পালিয়ে আসে সে। [বৃষ্টির আশায় বাচ্চা ছেলেকে নগ্ন করে সারা গ্রাম ঘোরাল গ্রামবাসীরা]

শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসার পর থেকেই বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেন ওই যুবতী। বাবা-মা অ্যাসিড দিয়ে ঘষে মেয়ের কপাল থেকে লেখা মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু এখনও তাঁর কপালে দাগ রয়ে গিয়েছে। [মায়ের লিভ-ইন সঙ্গীর হাতে ধর্ষিত ২১ বছরের তরুণী! মেয়ের গালেই চড় কষাল মা!]

ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ, ৩৭৬ এবং ৪০৬ ধারায়া এফআইআর দায়ের করা হয়েছে। জগন্নাথ, তাঁর দুই ভাই ও অন্যান্য আত্মীয়রা পলাতক। পুলিশ সূত্রের খবর, দুই পরিবারই দিনমজুরের কাজ করে। এই ঘটনায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জাতীয় মহিলা কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। [ফোঁড়া সারাতে ওঝার পরামর্শে স্ত্রীকে ৩ বছর বাড়িতে বন্দি রেখেছিল এক ব্যক্তি!]

জাতীয় মহিলা কমিশলের চেয়ারপারসন লতিকা কুমারমঙ্গলম জানিয়েছে, এই ঘটনায় তারা সুয়ো মটো মামলা করেছেন, এবং এই ঘটনার তদন্তও করা হবে।

English summary
Woman tattooed with abuses by in-laws in Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X