For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতি গগৈ-কে ক্লিনচিট পাওয়ায় অভিযোগকারিনী কি বলছেন

যৌন হেনস্থার অভিযোগ থেকে এদিন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ইন হাউজ কমিটি মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে এদিন মুক্তি দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

যৌন হেনস্থার অভিযোগ থেকে এদিন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ইন হাউজ কমিটি মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে এদিন মুক্তি দিয়েছে। মহিলা অভিযোগকারিনী যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মী, তিনি বর্তমান মুখ্য বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগে সরব হয়েছিলেন।

বিচারপতি গগৈ-কে ক্লিনচিট পাওয়ায় অভিযোগকারিনী কি বলছেন

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতির ইন হাউস কমিটি জানিয়েছে, মহিলার বক্তব্য তথা অভিযোগের কোন সারবত্তা নেই। যার ফলে রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে কোনও অভিযোগ ধোপে টেকেনি। সুপ্রিম কোর্টের রায়ের পর মহিলা তাঁর নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি এই রায়ের পর হতাশা ব্যক্ত করেছেন জানিয়েছেন, আজ আমার সবচেয়ে খারাপ স্বপ্ন সত্যি হল। বিচারের প্রতি আমার সমস্ত আশা, সর্বোচ্চ আদালতের প্রতি আমার প্রত্যাশা, সমস্ত এক লহমায় চুরমার হয়ে গেল।

মহিলা জানিয়েছেন, তিনি এই রায়ের ফলে শুধুমাত্র হতাশ এবং বঞ্চিত মনে করছেন না, একইসঙ্গে মনে করছেন তাঁর সঙ্গে অবিচার হল। নিজের বক্তব্যে মহিলা বলেছেন, দেশের মহিলা নাগরিক হিসেবে এই রায়ের পর আমি মনে করছি আমার সঙ্গে অবিচার হল। আমি অত্যন্ত ভীত, সন্ত্রস্ত কারণ সমস্ত নথি এবং তথ্য ইন হাউস কমিটির সামনে দেওয়ার পরও তাঁরা জানিয়েছেন যে, আমার অভিযোগের কোনও সারবত্তা নেই। এবং আমার নিরাপত্তা নিয়েও আমি আশঙ্কা বোধ করছি। আমার এবং আমার পরিবারকে যথেষ্ট হেনস্থার শিকার হতে হল।

প্রসঙ্গত এপ্রিল মাসের শেষের দিকে ওই মহিলা অভিযোগ করেন, বিচারপতি গগৈ-এর অধীনে কাজ করার সময় তাঁর সঙ্গে যৌন হেনস্থা করেছেন বিচারপতি। এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। তবে সব তথ্য এবং অভিযোগ খতিয়ে দেখে এদিন সর্বোচ্চ আদালতের তিন সদস্যের কমিটি বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দিয়েছে।

English summary
Woman complainant's reaction after CJI gets clean chit in harassment case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X