For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিশিল্ডের থেকেও বেশি কার্যকরী কোভিডের নতুন বুস্টার ডোজ! অনুমোদন ১০-১৫ দিনের মধ্যে, দাবি সিরামের

দেশে কোভিডের নতুন বুস্টার ডোজ! অনুমোদন ১০-১৫ দিনের মধ্যে, দাবি সিরামের

  • |
Google Oneindia Bengali News

বুস্টার ডোজ হিসেবে আরও একটি টিকা পেতে চলেছে দেশ। ১০ থেকে ১৫ দিনের মধ্যে তার অনুমোদন পাওয়া যাবে। এদিন এমনটাই জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। জরুরি ব্যবহারের জন্য একবছরের বেশি সময় আগে কোভোভ্যাক্সকে অনুমোদন দেওয়া হয়েছিল।

১০ থেকে ১৫ দিনের মধ্যে অনুমোদন

১০ থেকে ১৫ দিনের মধ্যে অনুমোদন

সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, কোভোভ্যাক্স আগামী ১০ -১৫ দেনর মধ্যে বুস্টার ডোজ হিসেবে অনুমোদিত হবে। এটাই সেরা বুস্টার ডোজ হবে, কেননা এটা ওমিক্রনের বিরুদ্ধে খুব ভাল কাজ করে, এমন কী কোভিশিল্ডের থেকেও বেশি।

ওমিক্রনের বিরুদ্ধে আরও কার্যকরী

ওমিক্রনের বিরুদ্ধে আরও কার্যকরী

আদর পুনাওয়ালা সাংবাদিকদের বলেছেন রিকম্বিন্যান্ট স্পাইক প্রোটিন ন্যানো পার্টিকেল ভ্যাকসিন করোনার ওমিক্রনের বিরুদ্ধে ভাল কাজ করে। বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে অভিযোগ করেছে, তারা কোভিশিল্ট ভ্যাকসিন পাচ্ছে না। এব্যাপারে আদর পুনাওয়ালা বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে। সিরামের সিইও বলেছেন, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারগুলি এবং স্বাস্থ্যকর্মী ও ওষুধ প্রস্তুতকারক, সবাই একসঙ্গে কোভিডের বিরুদ্ধে কাজ করেছেন।

ভারত সাহায্য করেছে বিশ্বকে

ভারত সাহায্য করেছে বিশ্বকে

এদিন আদর পুনাওয়ালা সাংবাদিকদের আরও বলেছেন, ভ্যাকসিনের মাধ্যমে দেশ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিশাল ও বৈচিত্রময় দেশের যত্নও নেওয়া গিয়েছে এই ভ্যাকসিনের মাধ্যমে। এছাড়াও মহামারীর সময় ৭০ থেকে ৮০ টি দেশকে সাহায্য করেছে ভারত, বলেছেন পুনাওয়ালা।
এই মুহূর্তে চিন-সহ বিশ্বের বেশ কিছু দেশে ওমিক্রনের BF.7 এবং XXB.1.5 ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে। চিনে BF.7 এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ ক্ষেত্রে XXB.1.5 ভ্যারিয়েন্ট দায়ী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

জরুরি ব্যবহারে আগেই অনুমোদন কোভোভ্যাক্সকে

জরুরি ব্যবহারে আগেই অনুমোদন কোভোভ্যাক্সকে

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ২০২১-এর ২৮ ডিসেম্বর জরুরি ব্যবহারের জন্য কোভোভ্যাক্সের অনুমোদন দিয়েছিল। এছাড়াও ২০২২-এর ৯ মার্চ ১২ থেকে ১৭ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও অনুমোদন দেয়। এরপর ২০২২-এর ২৮ জুন ৭ থেকে ১১ বছর বয়সীদের এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়। আমেরিকার নোভাভ্যাক্সের সঙ্গে সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিনটি তৈরি করেছে। তিন সপ্তাহের ব্যবধানে এই ভ্যাকসিন নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে ফেজ থ্রির ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন ৯০.৪ শতাংশ কার্যকারী বলে ফলাফলে প্রকাশ পেয়েছে বলে দাবি।

২৪ ঘন্টায় ১৬ জন, এক সপ্তাহে ১০৮ জনের মৃত্যু Heart Attack-এ! কারণ চমকে দেওয়ার মতো ২৪ ঘন্টায় ১৬ জন, এক সপ্তাহে ১০৮ জনের মৃত্যু Heart Attack-এ! কারণ চমকে দেওয়ার মতো

English summary
Within 10-15 days Covovax will get approval from Central Govt for Covid's new booster dose, claims Serum Institute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X