For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই ব্যাপক ধস শেয়ারবাজারে ! নিম্নমুখী সেনসেক্স

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে কার্যত রাজনৈতিক কৌতূহল তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে কার্যত রাজনৈতিক কৌতূহল তুঙ্গে। এই নির্বাচন যেমন বিজেপির মত শাসক দলের কাছে লিটমাস টেস্ট, তেমনই বিপক্ষ কংগ্রেসের কাছে নিজের জমি ছিনিয়ে নেওয়ার লড়াই। ১১ ডিসেম্বর সকাল ভোট গণনার দিন সকাল থেকেই ফলাফলের প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট হতে থাকে। দিন গড়াতেই দেখা যায়, বিজেপিকে ছাপিয়ে ক্রমেই এগিয়ে চলেছে কংগ্রেস।

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই ব্যাপক ধস শেয়ারবাজারে ! নিম্নমুখী সেনসেক্স ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই ব্যাপক ধস শেয়ারবাজারে ! নিম্নমুখী সেনসেক্স

এদিকে,ভেট গণনার প্রাথমকি ট্রেন্ড প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে ব্যাপক ধস লক্ষ করা যায়। বাজারে এদিন সেনসেক্স পড়ে যায় ৫০০ পয়েন্টে। যা একটা সময়ে গিয়ে দাঁড়ায় ৩৪৪৫৮.৮৬-এ। নিঃসন্দেহে বাজারে এটি বড় ধাক্কা। এদিকে, টাকার দামেও পতন লক্ষ্য করা যায়। রেকর্ড পতনের পর এদিন টাকার দাম কমে যায় ১ টাকা ১০ পয়সা হারে। এদিকে,নিফটির পতন হয়েছে ২০৫ .২৫ পয়েন্টে। যা গিয়ে দাঁড়িয়েছে ১০,৪৮৮.৪৫- এ।

উল্লেখ্য, আরবিআই গভর্নর উর্জিত প্যটেলের ইস্তফার পর মঙ্গলবার সকালেই ইস্তফাপত্র জমা দেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সুরজিত ভল্লা। দু'টি পর পর ঘটনায় ভারতীয় রাজনৈতিক তথা অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, এদিন দিনের শুরুতেই নির্বাচনের ফলাফলের ট্রেন্ড প্রকাশ্যে আসতে শেয়ার বাজারের ধসও অর্থনীতির পক্ষে খুব একটা সুখকর বার্তা নয় বলে মনে করা হচ্ছে।

English summary
With 5 state Assembly election result trends Sensex down by over 500 points.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X