For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষা পেয়েছি, দ্বিতীয়বার সুযোগ পেলে আর পদত্যাগ করব না : অরবিন্দ কেজরিওয়াল

Google Oneindia Bengali News

শিক্ষা পেয়েছি, দ্বিতীয়বার সুযোগ পেলে আর পদত্যাগ করব না : অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ৭ নভেম্বর : প্রথমবার দিল্লির সিংহাসনে বসার সুযোগ পেয়েও ৪৯ দিনের মাথাতেই নিজের হাতে তা নষ্ট করেছিলেন। পদত্যাগ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে। আর তা ভাল ভাবে নেননি দিল্লির সাধারণ মানুষ। ফলে আপ প্রধান কেজরিয়ালের আকাশছোঁয়া জনপ্রিয়তা ক্রমশ তলানিতে এসে ঠেকতে শুরু করে। বিধানসভা ভেঙে দিল্লি ফের নির্বাচনের পথে। সম্ভবর আগামী বছরের গোড়ার দিকেই হতে পারে দিল্লির বিধানসভা নির্বাচন। কেজরিওয়ালের আশা দিল্লির মানুষ তাঁকে দ্বিতীয় সুযোগ দেবে। আর তাই আগেভাগেই তিনি জানিয়ে দিলেন, দ্বিতীয়বার সুযোগ পেলে আপ পদত্যাগ করবেন না তিনি।

এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কেজরিওয়াল জানিয়েছেন," আমি শিক্ষা পেয়ে গিয়েছি। আর কখনও সুযোগ পেয়ে তা নষ্ট করব না। ভবিষ্যতে আর কখনও পদত্যাগ করব না।" কেজরিওয়ালের কথায়, দিল্লিতে তাঁর দলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। কিন্তু এখানে একটা মিথ্যা লড়াইকে প্রতিস্থাপন করার চেষ্টা হচ্ছে। বিজেপির তরফে এমনভাবে প্রচার করা হচ্ছে যে দিল্লির নির্বাচন কেজরিওয়াল ও নরেন্দ্র মোদীর 'ফেস অফ' লড়াই। কিন্তু আদতে তা নয়, দিল্লিকে নরেন্দ্র মোদী চালাবেন না। বিজেপিকে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। কিন্তু এখানেও সেই নরেন্দ্র মোদীকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি।

'দিল্লিতে কেজরিওয়াল বনাম মোদীর মিথ্যা লড়াই প্রচার করা হচ্ছে'

সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে অসাধারণ ফল করে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু সেখানেও জয়ের মূল কাণ্ডারি ছিলেন নরেন্দ্র মোদীই। মোদীর চারিদিকে জয়জয়কার হলেও মোদী সম্পর্কে অন্য মত পোষ করেন কেজরিওয়াল। তাঁর কথায়, নরেন্দ্র মোদী খুব ভাল বক্তা। কিন্তু কাজের বেলায় তাঁর বক্তব্য়ের সিকি কণারও দেখা মিলছে না।

তবে নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান'-এর প্রশংসা করেছেন কেজরিওয়াল। তিনি বলেন নরেন্দ্র মোদী দেশ জুড়ে এই যে নয়া অভিযানের প্রচার শুরু করেচেন তা অনবদ্য। এর বদলে সমাজ উপকৃত হচ্ছে ঠিকই। কিন্তু এও ভুললে চলবে না যে বিজেপি নেতাদেরই দেখা গিয়েছে, পরিস্কার রাস্তায় সমর্থকদের ছড়িয়ে দেওয়া জঞ্জালে ঝাড়ু বুলিয়েছেন শুধু ছবি তোলার জন্য। মিডিয়ার ক্যামেরাতে তা ধরাও পড়েছে। দিল্লিতে সতীশ উপাধ্যায়ের মতো বিজেপি নেতারা স্বচ্ছ ভারত অভিযানকেও ভণ্ডামিতে পরিণত করেছে।

English summary
'Will Never Resign Again, Have Learnt My Lesson', Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X