For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ ছেড়ে বিরোধী মহাজোটে নাম লেখানোর পথে সদ্য প্রাক্তন মোদী মন্ত্রিসভার সদস্য

উপেন্দ্র কুশওয়াহা দল নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তৈরি হওয়া মহাজোট-এর অংশীদার হতে চলেছেন বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

সপ্তাহখানেক আগে ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে এনডিএ ছাড়েন প্রাক্তন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। আরএলএসপি প্রধান দল নিয়ে এনডিএ জোট থেকে বেরিয়ে আসেন ও মন্ত্রিত্বে পদত্যাগ করেন। এখন তিনিই দল নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তৈরি হওয়া মহাজোট-এর অংশীদার হতে চলেছেন বলে খবর।

বিরোধী মহাজোট-এ দলবল নিয়ে নাম লেখাচ্ছেন সদ্য প্রাক্তন মোদী মন্ত্রিসভার সদস্য

উপেন্দ্র কুশওয়াহা দিল্লিতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের দেখা করে এসেছেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, এখুনি কিছু জানানো সম্ভব নয়। মহাজোটের অংশ হওয়া অবশ্যই একটি অপশন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকী।

এদিকে আরএলএসপি-র তিন নির্বাচিত জনপ্রতিনিধি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা এনডিএ জোট ছাড়ছেন না। বিজেপির সঙ্গেই থাকবেন। উল্টে উপেন্দ্র কুশওয়াহাকে তোপ দেগেছেন তাঁরা। অভিযোগ, ব্যক্তিগত সুবিধা পেতে দলকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছেন কুশওয়াহা।

[আরও পড়ুন: বিজেপির মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা! মোদীর শরণে সায়রা বানু][আরও পড়ুন: বিজেপির মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা! মোদীর শরণে সায়রা বানু]

যদিও কুশওয়াহার দাবি, তিনি ২০১৪ সালে মন্ত্রী হওয়ার পরে দলের নেতা-কর্মীরা যতটা খুশি হয়েছিলেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন তিনি এনডিএ ও মন্ত্রিত্ব ছা়ড়ার পরে।

[আরও পড়ুন: নাকে অক্সিজেন নল লাগিয়ে গোয়ায় মুখ্যমন্ত্রিত্ব করছেন পার্রিকর, ভাইরাল হল ছবি ][আরও পড়ুন: নাকে অক্সিজেন নল লাগিয়ে গোয়ায় মুখ্যমন্ত্রিত্ব করছেন পার্রিকর, ভাইরাল হল ছবি ]

প্রসঙ্গত, কুশওয়াহা কেন্দ্রের মোদী সরকার ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তোপ দেগে এনডিএ ছেড়েছেন। মোদী-নীতীশের তত্ত্বাবধানে বিজেপি বিহারে একরত্তি উন্নতি করেনি বলে তোপ দেগেছেন কুশওয়াহা। দল ভাঙানোর দায়েও নীতীশ কুমারকে আক্রমণ করেছেন। তবে নিজের দলকে কীভাবে ভাঙা থেকে আটকান, সেটাই দেখার।

English summary
Will consider joining 'Grand Alliance', says RLSP chief Upendra Kushwaha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X