For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন কেন তামিল টুইটারে ট্রেন্ড হলেন রাবণ?‌

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন কেন তামিল টুইটারে ট্রেন্ড হলেন রাবণ?‌

Google Oneindia Bengali News

রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনে বুধবার অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা পড়ার সঙ্গে সঙ্গে আরও এক বিতর্ক চাড়া দিয়ে উঠল তামিল টুইটারে। এদিন ভগবান শ্রী রামের চিরশত্রু রাবণের পরিচয় নিয়ে জলন্ত বিতর্কের সৃষ্টি হয় টুইটার ঘিরে।

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন কেন তামিল টুইটারে ট্রেন্ড হলেন রাবণ?‌


এ ধরনের ট্রেন্ডের প্রচার করে মোদী–বিরোধী মতামত প্রতিষ্ঠা করা কোনও নতুন কিছু নয়, এর আগেও মোদী যখন তামিলনাড়ু সফরে গিয়েছিলেন তখন এ ধরনের ঘটনা বহু ঘটেছিল। তবে বুধবার যেটা নিয়ে টুইটার তোলপাড় হয়ে হয়ে তা হল রাবণের পরিচয়। তাঁর পরিচয় নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করে। কেউ কেউ জানিয়েছেন যে রাবণ শৈব অর্থাৎ শিবের উপাচার, আবার কারোর মতে রাবণ সিংহল জাতির ইশ্বর আবার কেউ কেউ মনে করেন তিনি ব্রাহ্মণ। যে সময় অযোধ্যায় ৫০০ বছরের বিতর্কের অবসান ঘটিয়ে নতুনভাবে রাম মন্দিরের সূচনা করা হচ্ছে ঠিক তখনই তামিল টুইটারে রাবণের পরিচয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে।

প্রসঙ্গত, রামায়ণে সীতাকে হরণ করে ভিলেন রূপেই সারাজীবন থেকে গিয়েছেন রাবণ। যদিও শ্রীলঙ্কায় রাবণের মন্দির রয়েছে এবং সেখানে তিনি পূজিত হন ভগবান হিসাবেই।

তীব্র গতিতে ধেয়ে আসছে ঝড়, ঘরেই থাকুন নিরাপদে, নির্দেশিকা জারি হল মুম্বইয়েতীব্র গতিতে ধেয়ে আসছে ঝড়, ঘরেই থাকুন নিরাপদে, নির্দেশিকা জারি হল মুম্বইয়ে

English summary
why ravana become a trend on tamil twitter on the day of laying the foundation stone of ram temple in ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X