For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই ভোট হলে ৩ রাজ্যে উল্টে যাবে মোদীর দল! এক নজরে পরিসংখ্যান

নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিকেলোকসভা কেন্দ্রগুলির মধ্যে ধরলে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে ২৯ টি আসনের মধ্যে ১৭টি জয়ী হতে পারত বিজেপি। রাজস্থানে ২৫ টির মধ্যে ১৩ টিতে জয়ী হতে পারত নরেন্দ্র মোদীর দল।

  • |
Google Oneindia Bengali News

অনেকের প্রশ্ন যদি বিধানসভার এই নির্বাচনকে সাধারণ নির্বাচন হিসেবে ধরা হয়, তাহলে বিজেপির পরিস্থিতি কী হতে পারত। নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিকে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে ধরলে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে ২৯ টি আসনের মধ্যে ১৭টি জয়ী হতে পারত বিজেপি। রাজস্থানে ২৫ টির মধ্যে ১৩ টিতে জয়ী হতে পারত নরেন্দ্র মোদীর দল। কিন্তু ছত্তিশগড়ে পরিস্থিতি সব থেকে খারাপ হতে পারত । ১১ আসনের মধ্যে মাত্র একটি পেতে পারত তারা।

২০১৪-র নির্বাচন

২০১৪-র নির্বাচন

২০১৪-র লোকসভা নির্বাচনের নিরিখে রাজস্থানে বিজেপি পেয়েছিল ২৫ টি আসনের সবকটি। মধ্যপ্রদেশে ২৯ টি আসনের ২৭ টিই পেয়েছিল তারা। আর ছত্তিশগড়ে ১১টির মধ্যে১০ টি পেয়েছিল তারা।

বিধানসভা নির্বাচনের ফল লোকসভাতেও

বিধানসভা নির্বাচনের ফল লোকসভাতেও

তবে পুরোটাই 'ধরে' নেওয়া। কিন্তু পুরনো ধরনায় দেখা যাচ্ছে এই 'ধরে' নেওয়া অংশই আসল হয়ে দেখা দিয়েছে। এর আগেও তিন রাজ্যে ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে লোকসভা নির্বাচনের মোটামুটি ছয়মাস আাগে ভোট হয়েছিল। বিধানসভা নির্বাচনের ফলেরই যেন প্রকাশ ঘটেছিল লোকসভা নির্বাচনে।

ব্যতিক্রম ২০০৪-এর রাজস্থান

ব্যতিক্রম ২০০৪-এর রাজস্থান

তবে এর ব্যতিক্রমও আছে। সেটা হল ২০০৪-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে ২৫ টি আসনের ২০ টি দখল করেছিল বিজেপি। যদিও ২০০৩-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছিল রাজস্থানে।

যদি বিধানসভার নির্বাচনের ট্রেন্ড বজায় থাকে, তাহলে তা বিজেপির পক্ষে যথেষ্টই চিন্তার। কেননা ২০১৪-র নির্বাচনে রাজস্থানে বিজেপি পেয়েছিল ২৫ টি আসনের সবকটি। মধ্যপ্রদেশে ২৯ টি আসনের ২৭ টিই পেয়েছিল তারা। আর ছত্তিশগড়ে ১১টির মধ্যে ১০ টি পেয়েছিল তারা। সব মিলিয়ে ৬৫ টি আসনের মধ্যে ৬২ টি পেয়েছিল বিজেপি।

বর্তমানের ট্রেন্ড বজায় থাকলে বিজেপির আসন হতে পারে অর্ধেক

বর্তমানের ট্রেন্ড বজায় থাকলে বিজেপির আসন হতে পারে অর্ধেক

বর্তমানের ট্রেন্ড বজায় থাকলে বিজেপির আসন তিন রাজ্য মিলিয়ে নেমে যেতে পারে ৩১-এ। যা ২০১৪-র অর্ধেক। তুলনামূলকভাবে বিপক্ষে কংগ্রেসের আসন বাড়বে।

( প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Why heartland for three states could turn out to be hurtland for BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X