For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম এত কেন বাড়ছে ভারতে ! আড়ালে ঘোরাফেরা করছে কোন কারণ

সোনার দাম এত কেন বাড়ছে! আড়ালে ঘোরাফেরা করছে কোন কারণ

  • |
Google Oneindia Bengali News

অগাস্ট মাসে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৪৬৬.০০ হাজার টাকায়। ২০১৮ সালের নিরিখে যে দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ক্রমেই দিনে দিনে বাড়ছে সোনার দাম। কিন্তু কেন এভাবে লাফিয়ে বাড়ছে সোনালী এই দামী ধাতুর দাম? ভারতেই কেন এমনভাবে বাড়ছে এই ধাতুর দাম , তার নেপথ্যে কোন কোন বিষয় কাজ করছে দেখে নেওয়া যাক একনজরে।

ভারতে বাড়ছে চাহিদা

ভারতে বাড়ছে চাহিদা


এই বছরের শুরুতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩২, ৯০৫ টাকা। পরে ফেব্রুয়ারিতে তা গিয়ে দাঁড়ায় ৩৫,০০০টাকায় । এরপর মেয়ে মাসে পের বাড়ে সোনার দাম। ২০১৯ সালের মেয়ে মাসে এই সোনার দাম বেড়ে দাঁড়ায় ৩২ হাজার টাকায় । তারপর থেকে ক্রমেই বাড়তে থাকে এই সোনালী ধাতুর দাম। মনে করা হচ্ছে, ভারতে ক্রমাগত সোনার চাহিদা বাড়ার জন্যই এমনটা ঘটছে।

বাজারের চড়াই-উতরাই

বাজারের চড়াই-উতরাই

বাজারে ক্রমাগত মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ মাথাচাড়া দিতেই এমনভাবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হওয়াতে সোনার দাম বাড়ছে এভাবে। এছাড়াও সুদের হারের কমতিও এই সোনার দাম বৃদ্ধিতে আরও উস্কে দিয়েছে।

ভারতের টাকার দামের পড়ে যাওয়া

ভারতের টাকার দামের পড়ে যাওয়া


ভারতের টাকার দাম ক্রমাগত পড়ে যাওয়াতে এমনভাবে সোনার দাম বাড়তে শুরু করে দিয়েছে। বিশ্ব বাজারে মূলত সোনার দাম নির্ধারিত হয় মার্কিন ডলারের সাপেক্ষে। আর সেই ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে যাওয়াতেই সোনার দাম ভারতে লাফিয়ে বাড় তে থাকে ।

English summary
Why Gold price is Rising in India .he gold prices in India hit a new high in August 2019 with 10 grams of 24-carat gold costing Rs 38,465.00 in New Delhi on Saturday. This marks a sharp increase of nearly 25 percent from Rs 30,560 in 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X