For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতেই কেন দলবদলের সময় বিধায়কদের রাখা হয়! প্রশ্ন উঠল মধ্যপ্রদেশ প্রসঙ্গে

বেঙ্গালুরুতেই কেন দলবদলের সময় বিধায়কদের রাখা হয়! প্রশ্ন উঠল নামী নেতার উস্কানিতে

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের সরকার পতনই হোক বা মধ্যপ্রদেশের সরকার পতন, ভারতীয় রাজনীতিতে 'রিসর্ট-পলিটিক্স' একটি নতুন মাত্রা পেয়েছে। ঘোড়া কেনাবেচা ঘিরে একাধিক নতুন অধ্যায়ও ভারতীয় রাজনীতিতে যুক্ত হয়েছে এযাবৎকালে। তবে যখনই কোনও বড় দল বদল হয়েছে, তখন বিধায়কদের রাখা হয়েছে বেঙ্গালুরুর কোনও গোপন রিসর্টে। কেন বেঙ্গালুরুকেই বেছে নেওয়া হয়, তা নিয়ে এদিন জল্পনা উস্কে দিয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

২০ বিধায়ক বেঙ্গালুরুতে!

২০ বিধায়ক বেঙ্গালুরুতে!

মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রায় ২০ জন বিধায়ক গা ঢাকা দিয়ে রাখা হয়েছিল বেঙ্গালুরুতে। সেখানে হোয়াইট ফিল্ডের এক বিলাসবহুল রিসর্টে তাঁদের রাখা হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর প্রশ্ন , যখনই কোনও ঘটনা ঘটে দলদলের তখনই কেন বিধায়কদের রাখা হয় বেঙ্গালুরুতে?

 কেন বেঙ্গালুরুকে বেছে নেওয়া হয়েছে?

কেন বেঙ্গালুরুকে বেছে নেওয়া হয়েছে?

উল্লেখ্য, কর্ণাটকে এখন রয়েছে বিজেপির সরকার। আর তার জন্যই সেখানে কংগ্রেসের বিধায়কদের লুকিয়ে রাখতে বিজেপি সাহায্য পায়। কংগ্রেসের বিদ্রোহীদের লুকোনোর জন্য বেঙ্গালুরুর থেকে ভালো জায়াগা আর কিছু পাবে না বিজেপি! এমনই দাবি কংগ্রেসের।

বেঙ্গালুরুর রিসর্ট রাজনীতি ও তামিল সংকট

বেঙ্গালুরুর রিসর্ট রাজনীতি ও তামিল সংকট

তামিলনাড়ুতে এআইএডিএমকে-র মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলাকালীন সময়েও বেঙ্গালুরুর রিসর্টে রাখা হয় বিধায়কদের। সেই সময় পালানিস্বামী ও পন্নিরসেলবম শিবিরে জয়ললিতার মৃত্যুর পর অন্তর কলহ দানা বাঁধে তখনই এমন রিসর্ট রাজনীতি দেখা গিয়েছিল।

কর্ণাটক ও রিসর্ট রাজনীতি

কর্ণাটক ও রিসর্ট রাজনীতি

যে সময় কংগ্রেস জোটের সরকার কর্ণাটকে ভাঙছিল তখনও দেখা যায় রিসর্ট রাজনীতি। সেই সময় কংগ্রেসের নেতাদের নিয়ে গিয়ে বেঙ্গালুরুর বিলাসবহুল রিসর্টে রাখা হয়। যার নেপথ্যেও বিজেপির উদ্যোগ ছিল বলে দাবি কংগ্রেসের।

 দিগ্বিজয়ের তোপ

দিগ্বিজয়ের তোপ

দিগ্বিজয় সিং অভিযোগ তোলেন, বিজেপি ৩ টি চার্টার্ড বিমান আয়োজন করে কংগ্রেস বিধায়কদের জন্য। আর সেই বিমানেই মধ্যপ্রদেশ থেকে আচমকা উড়িয়ে নিয়ে যাওয়া হয় কংগ্রেস বিধায়কদের।

English summary
Why Bengaluru is considered best place for MLA hiding, asks Digvijay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X