For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের পরবর্তী সভাপতি কে! 'অনড়' রাহুলকে নিয়ে বৈঠকের মুখে হাত শিবির

একটা সময় শোনা যাচ্ছিল, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হলেই তাতে ইস্তফা দিতে পারেন রাহুল গান্ধী। সেই ভয়ে আপাতত কমিটির বৈঠকের রাস্তায় হাঁটছেনা হাত শিবির।

Google Oneindia Bengali News

একটা সময় শোনা যাচ্ছিল, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হলেই তাতে ইস্তফা দিতে পারেন রাহুল গান্ধী। সেই ভয়ে আপাতত কমিটির বৈঠকের রাস্তায় হাঁটছেনা হাত শিবির। তবে সেই সমস্ত তথ্যকে ভুল প্রমাণিত করে এই সপ্তাহেই ফের হাইপ্রোফাইল বৈঠকে বসতে চলেছে রাহুল শিবির।

৭২ ঘণ্টা হাতে রয়েছে!

৭২ ঘণ্টা হাতে রয়েছে!

সূত্রের খবর, কংগ্রেসের হাতে আর মাত্র ৭২ ঘণ্টা সময়। এরমধ্যেই তাঁদের বেছে নিতে হবে পরবর্তী কংগ্রেস সভাপতি। কারণ রাহুল গান্ধী নিজের পদত্যাগের দাবিতে এখনও অনড়। ফলে পদ তিনি ছাড়বেন বলেই ঘনিষ্ঠ মহলকে জানিয়ে দিয়েছেন। আর সেই জন্যি ৭২ ঘণ্টা পরই বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক।

রাহুলই কি আপাতত নেবেন দায়িত্ব!

রাহুলই কি আপাতত নেবেন দায়িত্ব!

অন্য একটি সূত্রের দাবি, রাহুল গান্ধী পদ ছাড়তে চাইলেও , আপাতত তাঁকে সভাপতি পদে রেখেই, কংগ্রেস নতুন একটি পদ তৈরি করতে চলেছে দলের মধ্যে। আর সেই পদ তৈরি হলেই , সেখানে রাহুলকে বসিয়ে , নতুন সর্বভারতীয় সভাপতিকে আনবে কংগ্রেস। প্রসঙ্গত, যেহেতু রাহুল গান্ধী নিজে চাইছেন না এবার কোনও 'গান্ধী' পরিবারের সদস্য কংগ্রেসের এই আসন দখল করুক, তাই পরিবারের বাইরে থেকেই কাউকে সভাপতি করা হবে বলে জোর খবর।

[আরও পড়ুন:দ্বিতীয় ইনিংসে মোদী নেমন্তন্ন করলেন বিমসটেককে; পাকিস্তান, চিনকে বার্তা দিলেন তিনি?][আরও পড়ুন:দ্বিতীয় ইনিংসে মোদী নেমন্তন্ন করলেন বিমসটেককে; পাকিস্তান, চিনকে বার্তা দিলেন তিনি?]

পদ ছেড়েছেন অনেকে!

পদ ছেড়েছেন অনেকে!

গোটা দেশ থেকে ৯ টি রাজ্যের দলীয় সভাপতিরা কংগ্রেসের সদর দফতরে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। এমন এক অবস্থায় দলের কোনও নীতিনিষ্ঠ সৈনিকের কাঁধেই সম্ভবত সভাপতি পদের দায়িত্ব দিতে চলেছে কংগ্রেস।

[আরও পড়ুন: 'মোদী দিবস' কবে পালিত হবে! তারিখ জানিয়ে নয়া দাবি রামদেবের ][আরও পড়ুন: 'মোদী দিবস' কবে পালিত হবে! তারিখ জানিয়ে নয়া দাবি রামদেবের ]

English summary
Who will be the next Congress top boss,CWC to meet this week.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X