For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Election Commissioner: গুজরাট নির্বাচনের আগেই নয়া কমিশনার! কে এই অরুণ গোয়েল?

সামনেই গুজরাট নির্বাচন! কার্যত উত্তরপ্রদেশের নির্বাচনের পর এবং লোকসভা ভোটের আগে কার্যত হেভিওয়েট নির্বাচন। বিশেষ করে প্রেস্টিজিয়াস ফাইট মোদী-শাহের কাছে। আর সেই নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

  • |
Google Oneindia Bengali News

সামনেই গুজরাট নির্বাচন! কার্যত উত্তরপ্রদেশের নির্বাচনের পর এবং লোকসভা ভোটের আগে কার্যত হেভিওয়েট নির্বাচন। বিশেষ করে প্রেস্টিজিয়াস ফাইট মোদী-শাহের কাছে। আর সেই নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

কে এই অরুণ গোয়েল?

নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত আমলা অরুণ গোয়েলকে নিযুক্ত করা হল। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্বাচন কমিশনের কমিশনের হিসাবে প্রাক্তন এই আমলাকে নিযুক্ত করেছে। আইন মন্ত্রকের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যে।

জানা যাচ্ছে, ১৯৮৫ সালের পঞ্জাব ক্যাডারের আধিকারিক অরুণ গোয়েল। প্রাক্তন আইএএস আধিকারিক। যিনি কিনা প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের সঙ্গে নির্বাচনী প্যানেলে যোগ দেবেন। এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে গুজরাট নির্বাচনের আগে ফুল বেঞ্চ পেল নির্বাচন কমিশন।

বলে রাখা প্রয়োজন , প্রধান নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকার কথা। কিন্ত্য দীর্ঘদিন ধরে কমিশনের একটি পদ ফাঁকা ছিল। বিশেষ করে সুশীল চন্দ্র অবসর নেওয়ার পর থেকেই এই পদটি ফাঁকাই ছিল। দুই অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডেই দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের যাবতীয় কাজ সামলে আসছিলেন।

এক্ষেত্রে ফুল বেঞ্চের দাবি উঠছিল। অবশেষে হাই প্রোফাইল নির্বাচনের আগে নির্বাচন কমিশনার হিসাবে বড় দায়িত্ব পেলে অরুণ গোয়েল। আপাতত তাঁকেও এই নির্বাচন সামলাতে হবে। বলে রাখা প্রয়োজন , চলতি বছরের মে মাসে সুশীল চন্দ্র অবসর নেন। সেই জায়গাতেই অরুণ গোয়েলকে নিয়ে আসা হল।

English summary
Who is Arun goel, who became new election commissioner of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X