For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAA ইস্যুতে দেশ উত্তপ্ত, এমন সময় রাহুল ব্যস্ত বিদেশ সফরে! টুইট ঘিরে অস্বস্তিতে কংগ্রেস

প্রথমের দিকে উত্তরপূর্বের অসম থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে বিক্ষোভের আগুন। এরপর সেই অশান্তির আঁচ গিয়ে পড়ে রাাজধানী দিল্লিতে।

  • |
Google Oneindia Bengali News

প্রথমের দিকে উত্তর পূর্বের রাজ্য অসম থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে বিক্ষোভের আগুন। এরপর সেই অশান্তির আঁচ গিয়ে পড়ে রাাজধানী দিল্লিতে। জামিয়া ক্যাম্পাস থেকে আলিগড় উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র-পুলিশ সংঘর্ষে উত্তেজনা ছড়ায় রাজধানী জুড়ে। ইন্ডিয়া গেটের সামনে ধরনায় বসেন কংগ্রেস নেত্রী ততা রাহুল গান্ধীর দিদি প্রিয়ঙ্কা। কিন্তু প্রশ্ন ওঠে দেশ যখন জ্বলছে, তখন বিরোধী শিবিরের নেতা রাহুল গান্ধী কোথায়? যার জবাব দিতে গিয়ে অস্বস্তিতে পড়েছে রাহুল গাান্ধী।

রাহুল গান্ধী এই মুহূর্তে কোথায়?

রাহুল গান্ধী এই মুহূর্তে কোথায়?

রাহুল গান্ধী এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ায়। দেশের এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাহুল গান্ধী কেন দেশের বাইরে ?তা নিয়ে প্রশ্ন , সামলোচনা উঠছে বিভিন্ন মহল থেকে। আর তার জেরেই চরম অস্বস্তিতে কংগ্রেস । যদিও কংগ্রেসের তরফ জানানো হয়েছে এই কোরিয়া সফর আগে থেকেই শিডিউলে ছিল রাহুলের।

কেন দক্ষিণ কোরিয়া গেলেন রাহুল?

জানা গিয়েছে, কোরিয়ান ফাউন্ডেশনের তরফে একটি আমন্ত্রণে সাড়া দিয়ে রাহুল গান্ধী গিয়েছেন কোরিয়ায়। প্রসঙ্গত, কোরিয়ান ফাউন্ডেশন বিভিন্ন দেশের সঙ্গে কোরিয়ার সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করে থাকে। এটি একটি অ-লাভজনক সংগঠন।

 কেন কংগ্রেস নেতাকেই আমন্ত্রণ জানাল দক্ষিণ কোরিয়া র সংগঠন?

কেন কংগ্রেস নেতাকেই আমন্ত্রণ জানাল দক্ষিণ কোরিয়া র সংগঠন?

কংগ্রেসের দাবি, কোরিয়ান ফাউন্ডেশন নামের ওই সংগঠন ভারতের কংগ্রেস শাসিত রাজ্যগুলির পরিকাঠামো ও প্রযুক্তিগত প্রজেক্টগুলি নিয়ে গবেষণা করছে। আর তার জন্যই কংগ্রেস নেতা রাগুল গান্ধীকে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

কংগ্রেসের সাফাই

কংগ্রেসের সাফাই

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্য়ালয়ের ধুন্ধুমার পরিস্থিতি তৈরির আগেই দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন রাহুল। ফলে পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। কংগ্রেস নেতার সঙ্গে যে প্রতিনিধি দল গিয়েছে দক্ষিণ কোরিয়া , সেখানে ছিলেন, স্যাম পিত্রোদা, নিখিল আলভারা। কংগ্রেসের দাবি , রাহুল দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েই দক্ষিণ কোরিয়া থেকে টুইটে করেন রাহুল গান্ধী। সেখানে তিনি জামিয়ার ঘটনায় পড়ুয়াদের পাশে রয়েছেন বলে বার্তা দেন রাহুল।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে নোটিশ জারি সুপ্রিমকোর্টেরনাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে নোটিশ জারি সুপ্রিমকোর্টের

English summary
Where is Rahul Gandhi during CAA protest in India, congress gives answer .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X