For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুলায়মের আশীর্বাদ মোদীকে, শুনে কী বললেন প্রধানমন্ত্রী

ভাষণ দিয়ে সকলকে চমকে দিলেন মুলায়ম সিং যাদব।

  • |
Google Oneindia Bengali News

সংসদে এদিন ছিল ১৬তম লোকসভার শেষদিন। এদিন বাজেট অধিবেশনের শেষদিন পূর্ণ হল। এরপরে হবে লোকসভা ভোট নির্বাচিত হয়ে আসবে ১৭তম লোকসভা। আসবে নতুন সরকার। এই উপলক্ষ্যে সকলের শেষে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অন্য সংসদরা নিজেদের ভাষণ দিয়েছেন। তার মধ্যে ভাষণ দিয়ে সকলকে চমকে দিলেন মুলায়ম সিং যাদব।

মুলায়মের আশীর্বাদ মোদীকে, শুনে কী বললেন প্রধানমন্ত্রী মুলায়মের আশীর্বাদ মোদীকে, শুনে কী বললেন প্রধানমন্ত্রী

সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদবের পিতা মুলায়ম এদিন বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সকলকে নিয়ে চলার প্রয়াস করেছেন। আমি চাই, আমার এটাই ইচ্ছে যে সকলে ফের জিতে আসুন এবং আপনি ফের প্রধানমন্ত্রী হোন।

এই বক্তব্যের পর সংসদের ভিতরে তো বটেই, সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। ছেলে অখিলেশ যেখানে মোদী বিরোধী জোটে হাজির হয়ে এনডিএ সরকারকে সরানোর ডাক দিয়েছেন, সেখানে মুলায়ম মোদীকে সংসদে দাঁড়িয়ে সমর্থন করে বসলেন।

[আরও পড়ুুন: ফিরে আসার অঙ্গীকার করে ১৬তম লোকসভার শেষ ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ][আরও পড়ুুন: ফিরে আসার অঙ্গীকার করে ১৬তম লোকসভার শেষ ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ]

এই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী শেষ ভাষণ দিতে ওঠেন। সরকারের নানা প্রাপ্তির কথা জানিয়ে তিনি সকলকে ধন্যবাদ জানান। সব পক্ষের সাংসদদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান মুলায়ম সিং যাদবকেও। তাঁর সরকার ১৪০০-র বেশি পুরনো আইন বর্জন করেছে। এই তথ্য দিয়ে তিনি বলেন, এটা সবে শুরু। আরও অনেক কাজ বাকী রয়েছে। আর সেজন্য মুলায়মজী আশীর্বাদ দিয়ে দিয়েছেন। যা শুনে সংসদে হাসির রোল ওঠে।

[আরও পড়ুন:রাফালে নিয়ে ক্যাগ এর রিপোর্ট এলেও হিন্দু পত্রিকা নিজেদের অবস্থান অনড় ][আরও পড়ুন:রাফালে নিয়ে ক্যাগ এর রিপোর্ট এলেও হিন্দু পত্রিকা নিজেদের অবস্থান অনড় ]

English summary
What Narendra Modi says after Mulayam Singh Yadav wish him 2nd term as PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X