For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা বাতিলের পর কেমন আছে কাশ্মীর? ভূস্বর্গ থেকে 'গ্রাউন্ড রিপোর্ট' পাঠালেন ডোভাল

জম্মু ও কাশ্মীরে বাতিল করা হয়েছে ৩৭০ ধারা ও ৩৫এ ধারা। জম্মু ও কাশ্মীরকে রাজ্য থেকে করে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে বাতিল করা হয়েছে সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫এ ধারা। জম্মু ও কাশ্মীরকে রাজ্য থেকে করে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। তবে একটা নয়, দুটি। একদিকে আইনসভা সম্বলিত জম্মু ও কাশ্মীর ও অন্যদিকে লাদাখ, যাদের কোনও আইনসভা থাকবে না। এই বিল রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পেয়ে গিয়েছে। ফলে অন্য রাজ্যের মতোই এখন থেকে আচরণ করবে কাশ্মীর উপত্যকা।

আগেই মোতায়েন অনেক বাহিনী

আগেই মোতায়েন অনেক বাহিনী

কাশ্মীরে গোলমাল হতে পারে ভেবে আগে থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় সেনা বাহিনী। এদিকে পৌঁছে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। তিনি ভূস্বর্গ থেকে গ্রাউন্ড রিপোর্ট পাঠিয়েছেন।

ডোভালের রিপোর্ট

ডোভালের রিপোর্ট

ডোভাল নিজের রিপোর্টে লিখেছেন, কাশ্মীরকে পরে সময় হলে ফের রাজ্যের তকমা দেওয়া হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বার্তা এখানকার বাসিন্দারা ইতিবাচকভাবে নিয়েছেন।

পরিবর্তন ইতিবাচক

পরিবর্তন ইতিবাচক

মঙ্গলবার সকাল থেকেই কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কোনও বিক্ষোভ হয়নি। মানুষ প্রয়োজনীয় কাজ করতে বাইরে বেরিয়েছেন। মানুষ মনে করছেন, সঠিক পরিকল্পনা করে এই পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য অধিকাংশ কাশ্মীরবাসী খুশি। অনেকেই মনে করছেন, স্থানীয় রাজনীতিবিদেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এখানকার জনগনকে ব্যবহার করেছেন।

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ উত্থাপন অধীরের, একতরফা সিদ্ধান্তের খোঁটা অমিতকে][আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ উত্থাপন অধীরের, একতরফা সিদ্ধান্তের খোঁটা অমিতকে]

[আরও পড়ুন: কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন নিয়েও সিদ্ধান্ত! জানা গেল লোকসভার আসন সংখ্যাও][আরও পড়ুন: কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন নিয়েও সিদ্ধান্ত! জানা গেল লোকসভার আসন সংখ্যাও]

English summary
What is there in the ground report sent by NSA Ajit Doval from Kashmir after article 370 scrapped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X