For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ময়ুরভঞ্জে ঘুরছে কালো বাঘ, আসল রহস্য সমাধান করলেন গবেষকরা

ময়ুরভঞ্জে ঘুরছে কালো বাঘ, আসল রহস্য সমাধান করলেন গবেষকরা

Google Oneindia Bengali News

ওড়িশার ময়ুরভঞ্জ জেলার শিমলিপালে আদিবাসীরা নাকি কালো বাঘ দেখতে পেয়েছেন। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। কোথা থেকে এল এই কালো বাঘ। বনকর্মীরাও চমকে গিয়েছিলেন তাঁদের কথা শুনে। সেই ঘটনার প্রায় ১২ বছর পর কালো বাঘের আসল রহস্য সমাধান করলেন বিজ্ঞানীরা। কালো বাঘ আসলে কিছুই নয়। বিজ্ঞানীদের দাবি বাঘের গায়ের যে ডোরারাটা দাগ থাকে ময়ুরভঞ্জের শিমলিপালের জঙ্গলে একটি বাঘের গায়ের সেই ডোরাকাটা দাগটা ছিল অন্যরকম। এটা একধরনের অসুখ বললে ভাল হয়। জিন ঘটিত কারণেই বাঘটির গােটর ডোরাকাটা দাগটি বেশি ছিল এবং সেটি বেশি কালো ছিল ভলে বাঘের গায়ের রং বেশি উজ্জ্বল এবং ঘন ভাবে দেখা যাচ্ছিল তার ডোরাকাটা কালো দাগগুলি।

ময়ুরভঞ্জে ঘুরছে কালো বাঘ, আসল রহস্য সমাধান করলেন গবেষকরা

শিমলিরাসের রেঞ্জাররা এই নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়েছেন। শিমলিপালের ৫০ শতাংশ বাঘের গায়েই এমন ডোরাকাটা দাগ। যেটা দেখে সেখানকার আদিবাসীরা চমকে গিয়েছিল এবং কালো বাঘ বলে উত্তেজনা ছড়িয়েছিল। সাধারণ আপ পাঁচটা বাঘের গােয় যে ডোরাকাটা দাগ থাকে সেটা ছিল না এই বাঘগুলির গায়ে। সেকারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। জিনগত ভাব এই বাঘগুলি pseudomelanism নামে একটি সমস্যা রয়েছে। তবে অন্য কোনও জায়গায় এমন অদ্ভুত দর্শন ডোরাকাটা দাগ দেখা যায়নি তার একমাত্র কারন এই শিমলিপালের জঙ্গলেই এই বাঘগুলি বংশ বিস্তার করেছে।

হঠাৎ করে এই ডোরাকাটা দাগের পরিবর্তন কেন এই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। ইতিমধ্যেই তারা ডিএনএ-র নমুনা সংগ্রহ করেছে বাঘের। সেই ডিএনএপরীক্ষা করে তারা দেখবেন কীভাবে কেবল মাত্র শিমলিপালের জঙ্গলেই বাঘের ডোরাকাটা দাগ এভাবে বদলে গিয়েছে। ২০১৮ সােলর টাইগার সেনসাসে ধরা পড়েছে ভারতে প্রায় ২৬৬৭টি বাঘ রয়েছে। শিমলিপাল জঙ্গলে যে বাঘের ছবি তোলা হয়েছিল তার মধ্যে ৮টি বাঘের ডোরাকাটা দাগের পরিবর্তন দেখা গিয়েছে। সেগুলি 'pseudomelanistic' প্রজাতির বাঘ। তারপরেই এই ডোরাকাটা দাগের নতুনত্ব নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন গবেষকরা। কীভাবে এই ধরনের ডোরাকাটা দাগ ৈতরি হচ্ছে একটি নির্দিষ্ট জঙ্গলের বাঘেদের মধ্যে এই নিয়ে জাতীয় স্তরে গবেষণা চলছে।

English summary
Black Tiger spotted at Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X