For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সশস্ত্র বাহিনীর নিয়োগে চালু হয়েছে 'অগ্নিপথ'! একনজরে এই প্রকল্প সংক্রান্ত বেশ কিছু তথ্য

সশস্ত্র বাহিনীর নিয়োগে চালু হয়েছে 'অগ্নিপথ'! একনজরে এই প্রকল্প সংক্রান্ত বেশ কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh) কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সাব কমিটির অনুমোদনের পরে সেনাবাহিনীতে অগ্নিপথ নিয়োগ (agnipath scheme) প্রক্রিয়ার কথা ঘোষণা করেছেন।এই প্রকল্পটি সেনাবাহিনীতে সংস্কারমূলক পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের গড় বয়স ৪-৫ বছর কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 অগ্নিপথ প্রকল্প কী?

অগ্নিপথ প্রকল্প কী?

অগ্নিপথ প্রকল্পটি দেশের সশস্ত্র বাহিনীর জন্য স্বল্প মেয়াদি নিয়োগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা অগ্নিবীর নামে পরিচিত হবেন। এই প্রক্রিয়ায় যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা স্থল, বায়ু, সমুদ্র, পর্বত, মরুভূমিসর্বত্র কাজ করবেন।

প্রকল্পে বয়সসীমা

প্রকল্পে বয়সসীমা

এই প্রকল্পে সুযোগ পেতে গেলে বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে।

মহিলারা কি অন্তর্ভুক্ত হবে?

মহিলারা কি অন্তর্ভুক্ত হবে?

ভবিষ্যতে এই প্রকল্পে মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

নিয়োগ কত বছরের?

নিয়োগ কত বছরের?

এই প্রকল্পে যুবকদের ৪ বছরের জন্য নিয়োগ করা হবে। তাঁদেরকে কঠোর সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বেতন কত?

বেতন কত?

নিয়োগের প্রথম বছরে বার্ষিক প্যাকেজ হবে ৪.৭৬ লক্ষ টাকা। পরিষেবার শেষে তা বেড়ে ৬.৯২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও ভাতা এবং নন কন্ট্রিবিউটারি বিমার কভারও থাকবে।

৪ বছরের পরে চাকরি কি স্থায়ী হবে?

৪ বছরের পরে চাকরি কি স্থায়ী হবে?

৪ বছর পরে স্থায়ী ক্যাডারে তালিকাভুক্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন অগ্নিবীররা। তবে সেই সময় যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে আবেদন বিবেচনা করা হবে। আবেদনকারীদের মধ্যে থেকে ২৫% কে স্থায়ী পদেনিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করা যাবে?

কীভাবে আবেদন করা যাবে?

শূন্যপদ ও যোগদানের প্রক্রিয়া অনুসারে তিন বাহিনীর ওয়েবসাইটে তা দেওয়া হবে। এই তিন ওয়েবসাইট হল,
https://joinindianarmy.nic.in/Authentication.aspx
https://joinindiannavy.gov.in/
https://careerindianairforce.cdac.in/

কখন আবেদন?

কখন আবেদন?

এই স্কিমটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর এব্যাপারে খুব তাড়াতাড়ি বিজ্ঞাপন দেওয়া হবে। প্রসঙ্গত এদিনই প্রধানমন্ত্রী অফিস থেকে টুইট করে জানানো হয়েছে আগামী দেড় বছরে সারাদেশে রেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে ১০ লক্ষের মতো নিয়োগ করা হবে। এব্যাপারে প্রধানমন্ত্রী নিজে সব মন্ত্রকের মানব সম্পদ ব্যবস্থা পর্যালোচনা করেছেন।

প্রশিক্ষণ কি সাধারণ বাহিনীর মতো?

প্রশিক্ষণ কি সাধারণ বাহিনীর মতো?

এক্ষেত্রে প্রশিক্ষণ সাধারণ বাহিনীর চেয়ে কোনও অংশে কম হবে না। কঠোর সামরিক মহড়ার মাধ্যমে অগ্নিবীরদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণের মান কর্তৃপক্ষ নির্ধারণ করবে এবংতা পর্যবেক্ষণ করবে।

সেনাবাহিনীতে এবার নিয়োগে 'অগ্নিপথ' প্রকল্প! ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সেনাবাহিনীতে এবার নিয়োগে 'অগ্নিপথ' প্রকল্প! ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর

English summary
What is Agnipath Scheme in Defence recruitment announced by Modi Govt, here is some information in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X