For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনে মুখে 'সুপ্রিম' ধাক্কা মুলায়ম-অখিলেশকে! মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সিবিআইকে

হিসেব বহির্ভুত সম্পত্তির মামলায় সিবিআই-এর কাছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তাঁর বাবা মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

হিসেব বহির্ভুত সম্পত্তির মামলায় সিবিআই-এর কাছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তাঁর বাবা মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে প্রচুর সম্পত্তির অধিকারী হয়েছেন মুলায়ম সিং যাদব, এই অভিযোগ ওঠার পর ২০০৭ সালে মামলা দায়ের করা হয়েছিল।

নির্বাচনে মুখে সুপ্রিম ধাক্কা মুলায়ম-অখিলেশকে! মামলায় রিপোর্ট জমার নির্দেশ সিবিআইকে

সূত্রের খবর অনুযায়ী, এদিন সুপ্রিম কোর্ট সিবিআইকে প্রশ্ন করে, এই মামলায় বর্তমান পরিস্থিতি কী। ২০০৭-এ করা সেই মামলার স্ট্যাটাস রিপোর্ট কী। কী ঘটেছিল।

দুসপ্তাহের মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে এদিন সিবিআইকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সময় নয়, কী ঘটেছিল জানতে চায় আদালত। সূত্রের খবর অনুযায়ী, বেঞ্চের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, মুলায়ম সিং যাদবের আইনজীবী এপ্রিল-মেতে জাতীয় নির্বাচনের সময় মামলার শুনানি নিয়ে প্রশ্ন তোলায় বলেন,সময় নয়, কী ঘটেছিল জানতে চায় আদালত।

[আরও পড়ুন: এবারই শেষ! বিজেপির হয়ে ভোটের লড়াই নিয়ে মুখ খুলে অবাক করলেন হেমা ][আরও পড়ুন: এবারই শেষ! বিজেপির হয়ে ভোটের লড়াই নিয়ে মুখ খুলে অবাক করলেন হেমা ]

২০০৫ সালে রাজনৈতিক কর্মী বিশ্বনাথ চতুর্বেদী শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, ডিম্পল যাদব এবং প্রতীক যাদবকে নিয়ে। আদালত যাতে সিবিআইকে আদেশ দেয়, তার জন্যও আবেদন করেছিলেন তিনি। ২০০৭-এর ১ মার্চ সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

[আরও পড়ুন: যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, আসন কংগ্রেসকে ফিরিয়ে দিল জেডিএস][আরও পড়ুন: যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, আসন কংগ্রেসকে ফিরিয়ে দিল জেডিএস]

আজকের দিন পর্যন্ত যাদবদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। ফলে আবেদনকারীর অভিযোগ, তদন্তকারী সংস্থাকে নিয়ে।

আয়কর রিটার্ন এবং যে সব তথ্য পাওয়া গিয়েছে, তা মিলিয়ে দেখলে হিসেব বহির্ভুত ২.৬৩ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে আদালতে করা আবেদনে বলা হয়েছে।

[আরও পড়ুন:নির্বাচনের মুখে ঘর ভাঙল বিরোধীদের! মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগ ১৫০০ কর্মী সমর্থকের][আরও পড়ুন:নির্বাচনের মুখে ঘর ভাঙল বিরোধীদের! মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগ ১৫০০ কর্মী সমর্থকের]

English summary
"What Happened?" Supreme Court asks On 2007 Mulayam Singh-Akhilesh Yadav Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X