For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০-র এনপিআর, নতুন কোন তথ্যগুলি চাওয়া হয়েছে, যা নিয়েই 'বিতর্ক'

২০২০-র এনপিআর, নতুন যেসব তথ্য চাওয়া হয়েছে, যা নিয়েই 'বিতর্ক'

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্র ঘোষণা করেছে ২০২০-র ১ এপ্রিল থেকে সারা দেশে এনপিআর-এর কাজ শুরু করা হবে। যদিও পশ্চিমবঙ্গ, কেরল-সহ দেশের বিজেপি বিরোধী দলগুলির দ্বারা শাসিত রাজ্যগুলি এনপিআর-এর কাজ বন্ধ করে দিয়েছে। কেননা এনপিআর-এ থাকা প্রশ্ন নিয়েই শোরগোল শুরু হয়েছে। এই মূহুর্তে যা দেশের আলোচন্য বিষয়।

এনপিআর কী?

এনপিআর কী?

এনপিআর হল দেশের নাগরিকদের একটি রেজিস্টার। যেটি স্থানীয় জেলা, রাজ্য ও জাতীয় স্তরে তৈরি করা হয়। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৩ সালের সিটিজেনশিপ রুলসের ধারা অনুযায়ী এর কাজ করা হয়।

এনপিআর-এ কাদের নাম

এনপিআর-এ কাদের নাম

ভারত সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তি একটি জায়গায় অন্নত ৬ মাস ধরে বসবাস করছেন এবং পরের ৬ মাস সেখানেই থাকবেন, তারা এই দেশের মানুষ। যদি কোনও বিজেপি ৬ মাস কিংবা তার বেশি সময় ধরে একই জায়গায় আছেন এবং পরবর্তী ৬ মাস সেখানেই থাকবেন, সেক্ষেত্রে সেই বিদেশির নাম এই তালিকায় নথি ভুক্ত হবে।

২০১০ সালে এনপিআরের জন্য যেসব তথ্য দিতে হয়েছিল

২০১০ সালে এনপিআরের জন্য যেসব তথ্য দিতে হয়েছিল

১) ব্যক্তির নাম
২) পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
৩) বাবার নাম
৪) মায়ের নাম
৫) বিবাহিত হলে স্ত্রী অথবা স্বামীর নাম
৬) লিঙ্গ
৭) জন্মের সাল, তারিখ
৮) বিয়ের তারিখ ও অবস্থা
৯) জন্মের স্থান
১০) জাতি(ঘোষণা অনুযায়ী)
১১) বর্তমান ঠিকানা
১২) বর্তমান ঠিকানায় থাকার মেয়াদ
১৩) স্থায়ী ঠিকানা
১৪) পেশা
১৫) শিক্ষাগত যোগ্যতা

 ২০২০-র এনপিআরের জন্য নতুন যেসব তথ্য দরকার

২০২০-র এনপিআরের জন্য নতুন যেসব তথ্য দরকার

১) আধার কার্ডের নম্বর
২) মোবাইল নম্বর
৩) বাবা-মা-র জন্ম তারিখ এবং জন্মস্থান
৪) আগের বাড়ির ঠিকানা
৫) ভারতের সরকারের পাসপোর্ট থাকলে, তার নম্বর
৬) ভোটার কার্ডের নম্বর
৭) প্যান কার্ডের নম্বর
৮) গাড়ির লাইসেন্স নম্বর

কোনও নথি দেখাতে হবে কি?

কোনও নথি দেখাতে হবে কি?

কেন্দ্র জানিয়েছে, এনপিআরের জন্য কোনও নথি দেখাতে হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনপিআরের তথ্য হবে সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ কোনও ব্যক্তি যে তথ্য দিচ্ছেন, তা সরকার সত্য বলেই ধরে নেবে।

 এনপিআর-এর কাজের সময়

এনপিআর-এর কাজের সময়

২০২০-র ১ এপ্রিল থেকে শুরু করে এইবছরের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। যদিও পশ্চিমবঙ্গ, কেরল-সহ দেশের বিজেপি বিরোধী রাজ্যগুলি এনপিআর-এর কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে।

English summary
What are new questions which is marked as controversial, will asks in 2020 NPR. There are several new questions comparing to 2010 and 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X