For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: ভবানীপুরে মমতার বাড়ির সামনে বিজেপির সঙ্গে সংঘর্ষ পুলিশের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ছত্রধরের বিরুদ্ধে এনআইএ চার্জশিট

ছত্রধরের বিরুদ্ধে এনআইএ চার্জশিট

বাম শাসনের একেবারে শেষের দিকে জঙ্গলমহলে রাজধানী এক্সপ্রেস আটকে রেখে রেলকর্মী ও যাত্রীদের পণবন্দী করার ঘটনায় আদালতে চার্জষিট জমা এনআইএ-র। সূত্রের খবর অনুযায়ী, এই চার্জশিটে ১৩ জনের নাম রয়েছে। ছত্রধর মাহাত ছাড়াও তাঁরই ভাই মৃত শশধর মাহাত এবং মৃত কিষাণজির নাম রয়েছে এই চার্জষিটে। ছত্রধর মাহাতকেই মূলচক্রী বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

কেন শুধু ভবানীপুরে উপনির্বাচন হলফনামা চাইল হাইকোর্ট

কেন শুধু ভবানীপুরে উপনির্বাচন হলফনামা চাইল হাইকোর্ট

নির্বাচন কমিশন কেন শুধু ভবানীপুরেই উপনির্বাচন চাইল তা নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট। শুক্রবার এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও অনেকগুলি আসন থাকলেও কেন শুধু ভবানীপুরে উপনির্বাচন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। পরে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

প্রত্যাশা মতোই এদিন জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন, ফরাক্কার ৫ বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মইনুল হক। দিন কয়েক আগেই তিনি কংগ্রেসের সব পদ ছেড়েছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস কাজ করছে ঠিকই কিন্তু পারছে না। হতাশ হয়েই মইনুল হক দল ছাড়লেন বলে উল্লেখ করেছেন তিনি।

বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু নিয়ে তদন্তে তৎপর সিবিআই

বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু নিয়ে তদন্তে তৎপর সিবিআই

বুধবার ঠাকুরপুকুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মগরাহাট পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী মানস সাহা। ২ মে গণনার দিন তাঁর ওপরে হামলা হয়েছিল। মাথায় আঘাত লাগায় তারপর থেকে প্রায় একমাসের বেশি সময় তিনি মল্লিক বাজারের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে বাড়ি ফিরে গেলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। এদিকে এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কৌশলে এফআইআরে শুধুমাত্র চিকিৎসায় গাফিলতির কথা উল্লেখ করেছে পুলিশ।

সৌগত রায়ের সামনেই বিক্ষোভ

সৌগত রায়ের সামনেই বিক্ষোভ

বুধবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার সময় দুই কিশোরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার উত্তাল দমদম। এদিন স্থানীয় মানুষ এবং মৃতের পরিবারের ক্ষোভ আরও বাড়ে সৌগত রায়ের মন্তব্যে। সৌগত রায় বজ্রপাত এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনার তুলনা করেছিলেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে, সৌগত রায়কে নিয়ে ঘটনাস্থনে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক মৃতের পরিবারের অভিযোগ, তাঁদেরকে দুলক্ষ টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়।

সোপিয়ানে মৃত জঙ্গি

সোপিয়ানে মৃত জঙ্গি

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মৃত এক জঙ্গি। বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই সোপিয়ানের কাশোয়া এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান শুরু করতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালালে এক জঙ্গির মৃত্যু হয়।

কড়েয়ার বহুতলে বিস্ফোরণে জখন অন্তত ৪

কড়েয়ার বহুতলে বিস্ফোরণে জখন অন্তত ৪

কড়েয়ার বহুতলে বিস্ফোরণ। এদিন সকালে বেকবাগানের আহিরিপুকুরে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত ৪ জনকে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়। বিস্ফোরণের খবর পেয়েই লালাবাজার থেকে গিয়েছে পুলিশের বিশেষ দল।

নয়ানজুলিতে বাস, মৃত ৬ পরিযায়ী শ্রমিক

নয়ানজুলিতে বাস, মৃত ৬ পরিযায়ী শ্রমিক

বুধবার গভীর রাতে রায়গঞ্জের রূপাহারে জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। বাসটি পাকুড় থেকে লখনৌ যাচ্ছিল বলে জানা গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পুলিশ ও দমকল আসার পরে স্বাভাবিকভাবেই উদ্ধার কাজে জোর বাড়ে। বাসের মধ্যে থেকে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে একজনের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান চালক মত্ত অবস্থায় ছিলেন। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দেশে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

দেশে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

সারা দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, গত ১৮৭ দিনের নিরিখে এই প্রথমবার করোনার অ্যাক্টিভ কেস কমে গেল। করোনার জেরে যেভাবে উৎসবের মরশুমে আক্রান্তের সংখ্যা প্রবলভাবে বাড়তে থাকে, সেই জায়গা থেকে এদিনের রিপোর্টে করোনার আক্রান্তের সংখ্যা ৩১৯২৩। মৃত্যু হয়েছে ২৮২ জনের।

আগড়পাড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত প্রৌঢ়

আগড়পাড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত প্রৌঢ়

পাতুলিয়ার পর ফের জমা জলে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত এক প্রৌঢ় এর নাম দীপক চৌধুরী। বয়স প্রায় ৬৫ বছর। ঘটনাটি ঘটেছে আগরপাড়া তারাপুকুর অঞ্চলে। রাতে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। এরপর বাড়িতে ঢুকতেই নিজের বাড়ির গেটে বিদ্যুৎস্পৃষ্ট হন দীপক চৌধুরী। টানা বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে দীপক চৌধুরী ও তাঁর প্রতিবেশীদের বাড়ি।

ভোটপ্রচারে চায়ের আড্ডায় কেন্দ্রীয় মন্ত্রী

ভোটপ্রচারে চায়ের আড্ডায় কেন্দ্রীয় মন্ত্রী

ভবানীপুরে ভোটপ্রচারে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এদিন সকালে তিনি এসএসকেএম-এর কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন। এদিন তিনি কালীঘাটে পুজো দেবেনষ পাশাপাশি কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতেও যাবেন। বিকেলে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করবেন।

কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপিকে তাড়াবে

কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপিকে তাড়াবে

প্রচারে গিয়ে সামশেরগঞ্জে কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়লে হেরে যায়। কিন্তু তৃণমূল বিজেপিকে হারাচ্ছে। অধীর চৌধুরীর গড়ে দাঁড়িয়ে অভিষেক বলেন, কংগ্রেস নেতারা বড়বড় ভাষণ দেন। কিন্তু তাঁরা মানুষের পাশে দাঁড়ান না। খরা বন্যায় বাংলার ভরসা অগ্নিকন্যা। তাঁর অভিযোগ বহরমপুরের সাংসদকে এলাকায় পাওয়া যায় না।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধুন্ধুমার

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধুন্ধুমার

ত বিজেপি নেতার দেহ নিয়ে মিছিল চলাকালীন তীব্র উত্তেজনা ছড়াল কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। রাস্তার উপর বসে পড়ে অবরোধ শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন অর্জুন সিং, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিশৃঙ্খলা তৈরি হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পৌঁছে যান আইপিএস আকাশ মেঘারিয়াও। দ্রুত বিজেপি নেতাদের সরিয়ে দেওয়া হয়। তবে ভর সন্ধেবেলায় এ ধরনের অশান্তির ঘটনায় যানজট রয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, পুলিশ মৃতদেহের দখল নেওয়ার চেষ্টা করছিল, তাই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

টাকা মঞ্জুর বাবুলের

টাকা মঞ্জুর বাবুলের

সাংসদ পদ ছাড়ার আগেই চলতি আর্থিক বছরের বাকি পড়ে থাকা সাংসদ তহবিলের ২ কোটি ২০ লক্ষ টাকাও মঞ্জুর করলেন বাবুল সুপ্রিয়। আসানসোলের উন্নয়নের জন্য প্রতি বছর সাংসদ তহবিলে মোট ৫ কোটি টাকা করে বরাদ্দ থাকে। তার মধ্যে তিনি আগেই ৩ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করেছিলেন। বাকি পড়ে থাকা ওই দু'কোটিও মঞ্জুর করে দিলেন আসানসোলের সাংসদ।

আবহাওয়ার খবর: সপ্তাহ শেষে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারিআবহাওয়ার খবর: সপ্তাহ শেষে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 23 September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X