For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই প্রথমবার দেশ কমল ‌সাপ্তাহিক করোনা সংক্রমণ, কিছুটা স্বস্তি পেলেন দেশবাসী

এই প্রথমবার দেশ কমল ‌সাপ্তাহিক করোনা সংক্রমণ, কিছুটা স্বস্তি পেলেন দেশবাসী

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণে ভারতের পরিস্থিতি খুবই খারাপ। তবে সামান্য স্বস্তি দিয়েছে এই সপ্তাহের শেষ রবিবার। এই প্রথমবার দ্বিতীয় ওয়েভের সংক্রমণের পর দেশের বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গিয়েছে, যার প্রভাবে দেশের করোনা কেসও খানিকটা হ্রাস পেয়েছে। যদিও মৃত্যুর সংখ্যা একই রয়েছে, এ সপ্তাহে দেশে ২৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

একের পর এক অভিযোগ, কলকাতার তিন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ একের পর এক অভিযোগ, কলকাতার তিন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

হ্রাস পেয়েছে সংক্রমণ

হ্রাস পেয়েছে সংক্রমণ


এই সপ্তাহে দেশে ২৪ লক্ষের বেশি নতুন করোনা কেস চিহ্নিত হয়েছে, যা গত সপ্তাহের ২৭.‌৪ লক্ষ থেকে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। এমনকী ১০-১৬ মে করোনা কেস অনেকটাই হ্রাস পায় আগের তিন সপ্তাহের তুলনায়। আগের সপ্তাহগুলিতে দৈনিক কেসের শিখর যেভাবে বাড়ছিল তার তীব্র হ্রাস হয়েছে। এই সপ্তাহেই দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮,৩৩৪ জনের অর্থাৎ দৈনিক গড়ে ৪,০৪৮ জনের মৃত্যু হচ্ছে দেশে। গত সপ্তাহের ২৭,২৪৩ জনের মৃত্যু থেকে ৪ শতাংশ বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এই সপ্তাহে। যা যে কোনও দেশের যে কোনও সপ্তাহের রিপোর্টের তুলনায় অনেকটাই বেশি।

 সরকারের তথ্যে মৃতের প্রকৃত সংখ্যায় গরমিল

সরকারের তথ্যে মৃতের প্রকৃত সংখ্যায় গরমিল

ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো অনুযায়ী এ বছরের ১১-১৭ জানুয়ারি আমেরিকায় মৃত্যু হয়েছিল ২৪,২৮২ জনের। এটা অবশ্য মহামারিতে মৃতদের সরকারি তথ্য, কিন্তু প্রকৃত তথ্যে মৃতের সংখ্যা অনেকটাই বেশি। বিভিন্ন রাজ্যের স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ পেয়েছে শ্মশান-কবরস্থানে আসা মৃতেদের সংখ্যার সঙ্গে সরকারের দেওয়া সংখ্যা মিলছে না। অথচ কোভিড প্রোটোকল অনুযায়ী শেষকৃত্য বা সমাধিস্থ করা হচ্ছে।

 ৩ লক্ষের গণ্ডি থেকে নেমেছে দৈনিক সংক্রমণ

৩ লক্ষের গণ্ডি থেকে নেমেছে দৈনিক সংক্রমণ

রবিবার দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি থেকে ২০ এপ্রিলের পর প্রথমবার বেরোতে পেরেছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২,৮২,০৮৬ জন। দ্বিতীয় ওয়েভে যেমন সংক্রমণে দ্রুত বৃদ্ধি পেয়েছিল, তেমনি গত সপ্তাহে করোনা কেসের পতনও ততই তীব্র হয়েছে। মাত্র ন'‌দিন আগেই ৬ মে ভারতে দৈনিক করোনা সংক্রমণ স্পর্শ করেছিল ৪.‌১৪ লক্ষের শিখর, কিন্তু রবিবার সেই শিখর থেকে ৩০ শতাংশ পতন হয়েছে দৈনিক কেসের ক্ষেত্রে।

 দেশে কমেনি মৃত্যুর সংখ্যা

দেশে কমেনি মৃত্যুর সংখ্যা

তবে মৃত্যুর সংখ্যা এখনও সেভাবে হ্রাস পাওয়ার কোনও চিহ্ন দেখা যায়নি। রবিবার দেশে ৪,১০০ জনের মৃত্যু হয়েছে একদিনে। এক সপ্তাহে এই নিয়ে চতুর্থবার যেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্র দৈনিক মৃত্যুর কেসে দ্বিতীয় নম্বরে র‌য়েছে (‌৯৭৪)‌। এরপরই তামিলনাড়ু (‌৩১১)‌, পশ্চিমবঙ্গ (‌১৪৭)‌, হিমাচল প্রদেশে (‌৭০)‌ ও পুদুচেরি (‌৩২) রয়েছে ‌।

English summary
weekly covid cases fall for first time in second wave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X