For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিম্নচাপ বঙ্গোপসাগরে ক্রমে শক্তি বাড়াচ্ছে, গতিপথ কি বাংলার দিকে? 'ঘূর্ণিঝড় অশনি'র সর্বশেষ অবস্থান একনজরে

যত সময় যাচ্ছে বঙ্গোপসাগর (bay of bengal) এবং আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে নিচ্ছে নিম্নচাপ (Low pressure)। ২০ মার্চ সকাল নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁসে বেরিয়ে যাবে সেটি, বলছে আবহাওয়া (Weather) দফতর। দূর

  • |
Google Oneindia Bengali News

যত সময় যাচ্ছে বঙ্গোপসাগর (bay of bengal) এবং আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে নিচ্ছে নিম্নচাপ (Low pressure)। ২০ মার্চ সকাল নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁসে বেরিয়ে যাবে সেটি, বলছে আবহাওয়া (Weather) দফতর। দূরে থাকার কারণে বড় কোনও প্রভাব বাংলার ওপরে পড়বে না বলেই মনে করছেন আবহ বিজ্ঞানীরা।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে থাকা নিম্নচাপটি পূর্ব-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত একই জায়গায় অবস্থান করে ছিল। এরপর এই নিম্নচাপটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ঘেঁসে উত্তর দিকে এগিয়ে যাবে। ২০ মার্চ, রবিবার সকাল নাগাদ তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড়ের গতিপথ

ঘূর্ণিঝড়ের গতিপথ

আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ মার্চ সোমবার সকাল নাগাদ এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর তা সম্ভবত উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং উত্তর মায়ানমার এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূল অতিক্রম করবে ২২ মার্চ অর্থাৎ মঙ্গলবার সকাল নাগাদ। এর প্রভাবে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ২১ মার্চ থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণও বাড়বে।

আন্দামানে ভারী থেকে অতিভারী বৃষ্টি

আন্দামানে ভারী থেকে অতিভারী বৃষ্টি

নিম্নচাপ এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেওবিশেষ করে দক্ষিণ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ১৯ মার্চ। তবে ২০ মার্চ অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে। ২১ মার্চেও আন্দামান দ্বীপপুঞ্জে অতিভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে নিকোবর দ্বীপপুঞ্জে। এই আবহাওয়ার কারণে ২২ মার্চ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিশেধ করা হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সতর্কতা জারি করা হয়েছঝে ২১ ও ২২ মার্চের জন্য।

গরম থেকে রক্ষা নেই বাংলায়

গরম থেকে রক্ষা নেই বাংলায়

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের একটা অংশে ঝড়বৃষ্টি হলেও বাংলা কিংবা ওড়িশার এর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ২২ মার্চ নাগাদ দক্ষিণবঙ্গে মেঘলা আবহাওয়া থাকতে পারে। তবে এর জেরে ঘর্মাক্ত আর অস্বস্তির আবহাওয়া আরও বৃদ্ধি পাবে। আপাতত দিন পাঁচেক দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
দেশের একটা অংশ এই মুহূর্তে তাপপ্রবাহের কবলে। আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ পশ্চিম রাজস্থানের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ চলবে। এছাড়াও আগামী তিন দিন তাপপ্রবাহ চলবে বিদর্ভে। পশ্চিম মধ্যপ্রদেশে আগামী ৪ দিন এই পরিস্থিতি চলছে।

পুরবোর্ড গঠনের আগে উত্তপ্ত লালমাটির জেলা! নির্দলের ভয়ে 'কাঁপছে' শাসক তৃণমূলপুরবোর্ড গঠনের আগে উত্তপ্ত লালমাটির জেলা! নির্দলের ভয়ে 'কাঁপছে' শাসক তৃণমূল

English summary
Weather office says well marked low pressure area likely to intensufy into Cyclone Asani by 21 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X