For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে প্রবল শৈত্যপ্রবাহ, সঙ্গে থাকবে ঘন কুয়াশা! একের পর এক রাজ্যের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আসছে প্রবল শৈত্যপ্রবাহ, সঙ্গে থাকবে ঘন কুয়াশা! একের পর এক রাজ্যের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

  • |
Google Oneindia Bengali News

এদিন আবহাওয়া (Weather) দফতরের তরফে আগামী সপ্তাহের কয়েকটি রাজ্যের জন্য প্রবল শৈত্যপ্রবাহ (cold wave) ও ঘন কুয়াশার (dense fog) সতর্কবার্তা জারি করেছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

 বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশে এবং রায়ালসীমায় ১৭ জানুয়ারির মধ্যে। এছাড়াও বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল ও মাহেতে।
এছাড়াও ১৮-২০ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকোবরে।
১৯ ও ২০ জানুয়ারি বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ কোঙ্কন এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছিল, তা এখন পূর্ব মধ্য আরব সাগরের ওপরে অবস্থান করছে। তবে পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়েছে।

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

২০ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখে। ১৭-২০ জানুয়ারির মধ্যে একই পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৮-২০ জানুয়ারির মধ্যে।
এরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমী হিমালয় অঞ্চল এবং সংলগ্ন সমতল এলাকাতেই বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে ২১ থেকে ২৩ জানুয়ারির মধ্যে।

 ঘন কুয়াশার পূর্বাভাস

ঘন কুয়াশার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজস্থান ও পূর্ব উত্তর প্রদেশে ঘন থেকে অতিঘন কুয়াশা তৈরি হতে পারে রাতে কিংবা ভোরের দিকে আগামী দুদিন। ১৭ জানুয়ারির মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশে। পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর মধ্য প্রদেশে আগামী দুদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস

প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে, শৈত্যপ্রবাহ কিংবা প্রবল শৈত্যপ্রবাহের ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দুদিন। পূর্ব উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী তিন দিন।
এছাড়াও পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘন্টায় এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

English summary
Weather office issues cold wave and dense fog alerts for several states for next week. It also said that two different western disterbances will hit on 18th and 21st January.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X