For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চরমপন্থীদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত অজিত দোভালের

দেশজুড়ে ধর্ম এবং আদর্শের নামে অস্থিরতা তৈরি করছেন কিছু মানুষ! আর সেই সব শক্তির বিরুদ্ধে সরব হওয়ার সময় এসেছে। আজ শনিবার নয়াদিল্লিতে এই বৈঠকে এমনটাই বললেন অজিত দোভাল।

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে ধর্ম এবং আদর্শের নামে অস্থিরতা তৈরি করছেন কিছু মানুষ! আর সেই সব শক্তির বিরুদ্ধে সরব হওয়ার সময় এসেছে। আজ শনিবার নয়াদিল্লিতে এই বৈঠকে এমনটাই বললেন অজিত দোভাল।

কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত অজিত দোভালের

তিনি বলেন, এমন কিছু শক্তি তৈরি হয়েছে যারা পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। ভারতের উন্নতির পথে অন্ত্রায় হয়ে উঠছে বলে মন্তব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। এদিন অল ইন্ডিয়া সুফি সজ্জাদানশিন কাউন্সিলের তরফে সম্প্রতি সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল।

সেখানেই দোভাল বলেন, গোটা দেশের উপর কু প্রভা পড়ছে। এমনকি দেশের বাইরেও নষ্ট হচ্ছে ভাবমূর্তি। পিএফআই =-এর মতো সংগঠনগুলি নিষিদ্ধ করার প্রস্তাবও পাশ হয়েছে এই বৈঠকে। যে সব সংগঠন জাতীয়তা বিরোধী কার্যকলাপে দেশের নাগরিকদের আতঙ্ক তৈরি করে সেই সমস্ত সংগঠনগুলি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এই সম্মেলনে। মুল চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করার প্রস্তাব ওঠে এই বৈঠকে।

এদিন দোভাল আরও বলেন, আমার নীরব দরশক হয়ে বশে থাকতে পারি না। আমাদের সরব হতে হবে এবং ভুলগুলি শোধরাতে হবে বলেও মন্তব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। তিনি বলেন, আমাদেরকে বোঝাতে হবে গোটা দেশ একসঙ্গে রয়েছে। আমরা দেশের জন্যে গর্বিত। আমাদের দেশের প্রত্যেক ধর্মের স্বাধীনতা এবং অধিকার রয়েছে।

দোভাল আরও উল্লেখ করেন, চরমপন্থীদের বিরুদ্ধে শুধু নিন্দা জানালেই হবে না। কঠোর পদক্ষেপ নেওয়াটাও প্রয়োজন বলে উল্লেখ করেন অজিত দোভাল। তাঁকে সমর্থন করেন সুফিসন্তরাও। অল ইন্ডিয়া সুফি সজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান নাসিরুদ্দিন চিস্তি বলেন, কোনও ঘটনা ঘটলে আমরা নিন্দা জানাই। কিন্তু এবার কঠর পদক্ষেপের সময় এসেছে বলে মন্তব্য তাঁর।

English summary
We should take step against radical organizations: Ajit Doval
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X