For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গঙ্গার বুকে চলবে 'অলকানন্দা'! বারানসীতে জল তীর্থযাত্রার সূচনা করলেন যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার বারাণসীতে একটি পাঁচ তারা প্রমোদ তরণীর উদ্বোধন করলেন। এই প্রমোদ ভ্রমণকে বলা হচ্ছে 'জল তীর্থযাত্রা'।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোট আসছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারানসীতে গঙ্গার বুকে সুচনা হল 'জল তীর্থযাত্রা'-র। সৌজন্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদতে এটি একটি পাঁচতারা প্রমোদ তরণী। এতে করে ভ্রমণার্থীরা বারানসীর আস্সি ঘাটে ভোরে 'সুভা এ বানারস' ও সন্ধায় দশাশ্বমেধ ঘাটে 'গঙ্গা আরতি' দেখতে পারবেন।

বারানসীতে জল তীর্থযাত্রার সূচনা করলেন যোগী

রবিবার যোগী আদিত্যনাথ বারানসীর খিড়কিয়া ঘাট থেকে 'অলকানন্দা' নামের এই প্রমোদ তরণীটির সুচনা করেন। যাত্রার সুচনা করে প্রমোদ তরণীটিতে চড়ে জলপথে বেশ কিছুটা ভ্রমণও করেন তিনি। এতদিন বারানসীর বিভিন্ন ঘাট পরিদর্শনের জন্য দেশী নৌকা ছাড়া গতি ছিল না। আরও পর্যটক ধরতেই এই লাক্সারি ক্রুসার বোটটি চালু করা হল।

বোটটি তৈরি করেছে কলকাতার সংস্থা নর্ডিক ক্রুজ লাইন। কলকাতা থেকে আগস্ট মাসে সেটিকে উত্তরপ্রদেশে পাঠানো হয়েছিল। ১২৫ আসন বিশিষ্ট এই বোটে ৬০টি শীততাপ নিয়ন্ত্রিত আসনও রয়েছে। উপরের তলায় রয়েছে একটি রেস্তোরাঁ। ঘাটগুলি দর্শন করানোর সঙ্গে সঙ্গে এই 'জল তীর্থযাত্রা'-য় বলা হবে বারানসীর ইতিহাসও।

প্রথম পর্যায়ে এই প্রমোদ তরণী চালানো হবে আস্সি ঘাট ও দশাশ্বমেধে ঘাটের কাছের পঞ্চগঙ্গা ঘাট অবধি। ২ ঘন্টায় পাঁচ তারা হোটেলের সুবিধা সহ ঘোরানো হবে ১২ কিলোমিটার। আর তার জন্য মাথা পিছু পড়বে ৭৫০ টাকা করে (তার সঙ্গে যুক্ত হবে জিএসটি)। পরবর্তী পর্যায়ে চুনার পর্যন্ত এই যাত্রা বর্ধিত করার কথা রয়েছে।

English summary
Uttar Pradesh chief minister Yogi Adityanath inaugurates a 5 star cruise line in Varanasi on Sunday. A tour on the cruise is being termed as a form of 'water pilgrimage.'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X