For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) কার্গিল যুদ্ধের স্মৃতি ধরে রেখেছে ফৌজি মিউজিয়াম

  • By Richa Bajpai
  • |
Google Oneindia Bengali News

বাটালিক (কাশ্মীর), ২৩ জুলাই: কার্গিল যুদ্ধের ১৫ বছর পূর্ণ হল। বাটালিক সেক্টরেও এখন স্মরণ করা হচ্ছে সেই ঘটনা। বাটালিক থেকে ৩০ কিলোমিটার দূরে সেনাবাহিনীর পরিচালনায় চলছে একটি সংগ্রহালয়। কিছু টুকরো ছবি ধরা পড়ল ওয়ান ইন্ডিয়ার ক্যামেরায়।

আমাদের নায়করা

আমাদের নায়করা

এই সেনাকর্মীরাই নিজেদের প্রাণ দিয়ে দেশকে যুদ্ধে জিততে সাহায্য করেছিলেন।

ইতিহাসের সামনে

ইতিহাসের সামনে

এই বোমাটি ফেলা হয়েছিল পাকিস্তানি হানাদারদের ওপর। খোলটি উদ্ধার করার পর রাখা হয়েছে মিউজিয়ামে। পিছনে বীর সেনাদের ছবি।

মিগ বিমানের খোল

মিগ বিমানের খোল

এই মিগ বিমানে চেপে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে গিয়েছিলেন বায়ুসেনার পাইলট নচিকেতা। কিন্তু বিমানটি দুশমনদের গোলার আঘাতে ভূপতিত হয়। তিনি অবশ্য সুরক্ষিত ছিলেন। পরে বিমানের খোলটি উদ্ধার করে মেরামতির পর রাখা হয়েছে সেনা মিউজিয়ামের প্রাঙ্গণে।

সাফল্যের ফলক

সাফল্যের ফলক

পাকিস্তানি হানাদারদের কবল থেকে পয়েন্ট ৫২০৩ ছিনিয়ে নিয়েছিল ভারতীয় সেনা। এটি সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি শৃঙ্গ ছিল। তারই বর্ণনা টাঙানো রয়েছে।

সাফল্যের আর এক উদাহরণ

সাফল্যের আর এক উদাহরণ

শত্রুপক্ষের কবজা থেকে ভূখণ্ড উদ্ধারের আর এক কাহিনী জ্বলজ্বল করছে সেনা মিউজিয়ামে।

বোমার খোল

বোমার খোল

এই বোমাটি ভারতীয় সেনার ওপর ফেলেছিল পাকিস্তান। বিস্ফোরণে মারা যায় অনেকে। যুদ্ধ শেষের পর উদ্ধার করা হয় খোলটি।

বিজয়ের রেখাচিত্র

বিজয়ের রেখাচিত্র

কীভাবে কার্গিল যুদ্ধে জিতল ভারতীয় সেনা, তারই সংক্ষিপ্ত বর্ণনা রেখাচিত্র-পরিসংখ্যান সহযোগে দেখানো হয়েছে।

English summary
War museum still preserving memories of Kargil incident of 1999
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X