For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতে সংসদে সূর্যোদয়, চালু হল 'এক রাষ্ট্র এক কর ' ব্যবস্থা

সব প্রতীক্ষার অবসান, সেন্ট্রাল হল থেকে আনুষ্ঠানিকভাবে জিএসটির সূচনা করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন সমাজের নানা ক্ষেত্রের গণ্যমান্যরা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

কাঁটায় কাঁটায় ঠিক রাত বারোটায় দেশজুড়ে চালু হয়ে গেল জিএসটি বা পন্য পরিষেবা কর। জিএসটি উপলক্ষে এদিন সেজে উঠেছিল সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হল। রাত দশটার পর থেকেই একে একে আসতে শুরু করেছিলেন অতিথি অভ্যাগতরা। উপস্থিত হন রতন টাটা, বিমল জালান, রঘুরাম রাজন, উর্জিত প্যাটেলরা। রাত ১১টার কিছু আগে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ অন্য়ান্য়রা। রাত ১১টা নাগাদ সেন্ট্রাল হলে পৌঁছে যান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াও।
তবে প্রত্যাশিতভাবেই এদিন সেন্ট্রাল হলে ছিলেন না কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বামেদের কোনও প্রতিনিধি। অবশ্য একসময়ে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন বলেই এদিন সেন্ট্রাল হলে হাজির ছিলেন সিপিএম নেতা অসীম দাশগুপ্ত। তবে জিএসটি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হলেও দলের নির্দেশ মেনে জিএসটি অনুষ্ঠান বয়কট করেছেন অমিত মিত্র।

মধ্যরাতে সংসদে সূর্যোদয়, চালু হল 'এক রাষ্ট্র এক কর ' ব্যবস্থা

এদিন জিএসটি নিয়ে উদ্বোধনী ভাষণেও অসীম দাশগুপ্তের নাম আলাদা করে নিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অসীম দাশগুপ্তর কাছ থেকেই যে তিনি প্রথম জিএসটির পাঠ পেয়েছেন তা বিশেষভাবে উল্লেখ করেন জেটলি। তিনি বলেন, ১৫ বছর আগে শুরু হওয়া এই যাত্রা এতদিনে পূর্ণতা পেল।

ভিডিও সৌঃ লোকসভা টিভি

এরপর একে একে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভাষণের পর এল সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত দিয়ে ঠিক রাত ১২টায় অ্যাপের মাধ্য়মে সূচনা হয়ে গেল এক নতুন ভবিষ্যতের যার নাম আক্ষরিক নাম গুডস অ্য়ান্ড সার্ভিসেস ট্যাক্স হলেও আনুষ্ঠানিক নাম গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স।

English summary
With a gong sound at midnight in Parliament’s Central Hall, India switched to GST, the single biggest tax reform undertaken by the country in 70 years of independence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X