For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন সমীকরণে বিহার মাতালেন তেজস্বী? বুথ ফেরত সমীক্ষায় কী বলছেন ভোটাররা

Google Oneindia Bengali News

কোন ইস্যুর প্রেক্ষিতে এবার বিহার নির্বাচনে ভোট দিয়েছেন বিহারের জনগণ? প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দেখা গিয়েছে যে বিহারে তেজস্বী যাদব বিহারে সরকার গঠন করতে চলেছেন। এই পরিস্থিতিতে কোনও ইস্যুর উপর ভিত্তি করে তেজস্বীকে ভোট দিলেন বিহারের জনগণ? কোন ইস্যুকে পাখির চোখ করে বাজিমাত করতে সমর্থ হলেন তেজস্বী?

উন্নয়নের ইস্যু বিহারের সব থেকে বেশি জরুরি

উন্নয়নের ইস্যু বিহারের সব থেকে বেশি জরুরি

ইন্ডিয়া টুডের এক সমীক্ষায় দেখা গিয়েছে যে উন্নয়নের ইস্যুকে সব থেকে গুরুত্বপূর্ণ মনে করে ভোট দিয়েছেন ভোটাররা। বিহারের ৪২ শতাংশ মানুষ মনে করেন যে উন্নয়নের ইস্যু বিহারের সব থেকে বেশি জরুরি। এরপর পর্যায়ক্রমে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, রাজনৈতির পার্টির প্রভাব, ব্র্যান্ড মোদীর প্রভাব, জাতি বিভেদ, জাতীয় সুরক্ষা এবং নীতীশ কুমারের প্রভাব।

৩০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বেকারত্বের ইস্যু নিয়ে

৩০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বেকারত্বের ইস্যু নিয়ে

দেখা গিয়েছে বিহারের ৩০ শতাংশ মানুষ মনে করেন যে বেকারত্বের ইস্যু বিহারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বিহারের ১১ শতাংশ মানুষ মনে করেন যে মুদ্রাস্ফীতির ইস্যু বিহারের নির্বাচনে প্রভাব ফেলেছে সব থেকে বেশি। এছাড়া নির্বাচনী দলের উপর আনুগত্যের ফলে ভোট দিয়েছেন ৩ শতাংশ।

ব্র্যান্ড মোদী কতটা প্রভাব ফেলেছে বিহারে?

ব্র্যান্ড মোদী কতটা প্রভাব ফেলেছে বিহারে?

এদিকে মাত্র এক শতাংশ মানুষ মনে করেন যে বিহারের নির্বাচনে প্রভাব ফেলেছে ব্র্যান্ড মোদী। তবে বিহার নির্বাচনে সেই জাত-পাতের নিরিখকে সব থেকে গুরুত্বপূর্ণ ধরা হয়, সেই ইস্যুকে গুরুত্ব দিয়েছেন ১ শতাংশ বিহারের জনগণ। এছাড়া বিজেপির উত্থাপিত জাতীয় নিরাত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছেন মাত্র ১ শতাংশ মানুষ।

কোন বসয়ের লোক ভোট দিয়েছেন কাকে?

কোন বসয়ের লোক ভোট দিয়েছেন কাকে?

এদিকে ১৮ থেকে ২৫ বছরে মধ্যকার ভোটারদের মধ্যে এনডিএকে ভোট দিয়েছেন ৩৪ শতাংশ মানুষ। তেজস্বীর মহাজোটকে এই বয়সী ৪৭ শতাংশ ভোটার ভোট দিয়েছে। এদিকে ২৬ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যকার ৩৬ শতাংশ ভোটার এনডিএকে ভোট দিয়েছেন, মহাজোটকে ৪৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এদিকে ৩৫ থেকে ৫০ বছর বয়সী ভোটারদের মধ্যে ৪২ শতাংশ এনডিএকে ভোট দিয়েছে, অন্যদিকে মহাজোটকে ভোট দিয়েছেন ৪১ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে ৪৫ শতাংশ ভোটার এনডিএ এবং ৪০ শতাংশ ভোটার মহাজোটকে ভোট দিয়েছে। এবং ৬০ বছর বয়সীদের উপর থাকা ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ ভোটার এনডিএকে, মহাজোটকে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ ভোটাররা।

<strong>বিহারের পর 'মিশন ২০২১', বাংলার মাটি থেকে ঘাস-ফুল ছিঁড়ে পদ্ম ফোটাতে জমি তৈরি বিজেপির</strong>বিহারের পর 'মিশন ২০২১', বাংলার মাটি থেকে ঘাস-ফুল ছিঁড়ে পদ্ম ফোটাতে জমি তৈরি বিজেপির

English summary
Voters emphasize on Development and Unemployment issue while voting in Bihar Assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X