For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী দিবস থেকে নতুন উদ্য়োগ! এই বিমান সংস্থায় দেওয়া হচ্ছে বিনামূল্যে স্যানিটারি ন্য়াপকিন

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে এদিন থেকে চালু হল এক নয়া উদ্য়োগ। অসামরিক বিমান পরিবহন সংস্থা ভিস্তারার সমস্ত বিমানে এবার থেকে বিনামূল্য়ে মহিলা যাত্রীদের দেওয়া হবে স্যানিটারি ন্য়াপকিন।

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে এদিন থেকে চালু হল এক নয়া উদ্য়োগ। অসামরিক বিমান পরিবহন সংস্থা ভিস্তারার সমস্ত বিমানে এবার থেকে বিনামূল্য়ে মহিলা যাত্রীদের দেওয়া হবে স্যানিটারি ন্য়াপকিন।

বিমানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন! নারী দিবসে অসামরিক বিমান সংস্থার প্রয়াস

সংস্থার তরফে জানানো হয়েছে, আইএসও ৯০০১:২০১৫ সার্টিফায়েড ন্য়াপকিনের ব্য়বস্থা থাকছে । যে সমস্ত ন্যাপকিন অবশ্যই বায়ো ডিগ্রেডেবল হবে। এতে প্লাস্টিক না থেকে বায়বীয় পদার্থ ব্যবহৃত থাকবে। ফলে এই ন্য়াপকিন ব্য়বহারের ফলে দূষণ ছড়ানোর মতো সমস্যা সামনে আসবে না। সংস্থা জানিয়েছে, যদি কোনও মহিলাযাত্রীর স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন পড়ে, তাহলে তিনি তার জন্য কেবিন ক্রিউদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। এই স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দেওয়া হবে।

[আরও পড়ুন: নারী দিবসে বিমান থেকে রেলে মহিলাদের প্রতি বিশেষ কুর্ণিশ! নয়া উদ্যোগে সম্মানিত মহিলারা ][আরও পড়ুন: নারী দিবসে বিমান থেকে রেলে মহিলাদের প্রতি বিশেষ কুর্ণিশ! নয়া উদ্যোগে সম্মানিত মহিলারা ]

সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপা চড্ডা জানিয়েছেন , এই ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানাচ্ছেন। মহিলা হিসাবে তাঁর ধারণা ভিস্তারার এই উদ্যোগ একটা বড় বার্তা দিতে চলেছে। উল্লেখ্য, নারী দিবস থেকেই শুরু হচ্ছে এই নয়া পরিষেবা।

English summary
Vistara to provide free sanitary pads from International Women's Day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X