For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে যোগী রাজ্যে বড় ধাক্কা বিজেপির! জোট নয়, উত্তরপ্রদেশে ‘একলা চলো’ নীতি ভিআইপি-র

ভোটের মুখে যোগী রাজ্যে বড় ধাক্কা বিজেপির! জোট নয়, উত্তরপ্রদেশে ‘একলা চলো’ নীতি ভিআইপি-র

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে উত্তরপ্রদেশে রাজ্য-রাজনীতিতে ততই দেখা যাচ্ছে নয়া মোড়। এদিকে আসন্ন নির্বাচনে ব্রাহ্মণ ভোট যে বড় ফ্যাক্টর হতে চলেছে তা বারবার বলছেন রাজনৈতিক বিশ্লষকেরা। আর সেকথা মাথায় রেখেই নয়া কৌশল নিচ্ছে শাসক-বিরোধী প্রতিটা দলই। এদিকে ভোটের আবহেই এবার পুরনো জোট সঙ্গে বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি-র তরফে বড় ধাক্কা খেল বিজেপি।

১৬৫টি কেন্দ্রে লড়বে ভিআইপি

১৬৫টি কেন্দ্রে লড়বে ভিআইপি

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে একলা চলো নীতি নিয়েছেন ভিআইপি সভাপতি মুকেশ সাহানি। সোমবার পাটনায় সাংবাদিক সম্মেলন করে তিনি এই নয়া ঘোষণা করেন। এমনকী আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে ১৬৫টি কেন্দ্রে তাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন। এদিকে ভোট কৌশল ঠিক করতে এদিনই বড় বৈঠকে বসেছিল এনডিএ-র জোটসঙ্গীরা। যদিও তাতে যোগ দেননি মুকেশ। আর তারপর থেকই চড়ছিল জল্পনা।

 ইঙ্গিত মিলছিল বেশ কয়েকদিন ধরেই

ইঙ্গিত মিলছিল বেশ কয়েকদিন ধরেই

তবে ভিআইপি যে এনডিএ ছেড়ে বেরিয়ে যাবে সেই ইঙ্গিত মিলছিল বেশ কয়েকদিন ধরেই। অন্যদিকে বিহারেও এনডিকে রীতিমতো চাপে রেখেছে ভিআইপি। যদিও এই ক্ষেত্রে মনে রাখা ভালো বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতা দখল করেছে এখনও বছরখানেক হয়নি। এর মধ্যেই বেসুরো গাইতে শুরু করেছে এনডিএ জোটের দুই শরিক হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি। যার ফলে নীতীশ সরকারের ভবিষ্যত নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন।

 জোট নিয়ে কী বার্তা ভিআইপি-র ?

জোট নিয়ে কী বার্তা ভিআইপি-র ?

এই প্রসঙ্গে ভিআইপি সভাপতি মুকেশ সাহানি বলেন, "বিহারে এনডিএ-র উপস্থিতি বাস্তবেই আর কোথাও নেই। বর্তমানে বিহারে চারদলীয় জোট রয়েছে, যদিও গত কয়েকদিনে থেকে কেবল বিজেপি এবং জেডিইউকেই সর্বাগ্রে দেখা গেছে। এ জাতীয় জোটে অংশ নেওয়ার কোনও অর্থ নেই।"

 মুকেশ সাহানির টুইট নিয়ে টানাপোড়েন

মুকেশ সাহানির টুইট নিয়ে টানাপোড়েন

অন্যদিকে কিছুদিন আগেই জোটসঙ্গী বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানির একটি টুইট নিয়েও শুরু হয় বিস্তর চাপানৌতর। ওই টুইটেই এনডিএকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় মুকেশকে। রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, "এনডিএ শরিকদের উচিত আজেবাজে বয়ানবাজি না করে বিহারের ১৯ লক্ষ বেকারের চাকরি ব্যবস্থা করা।" যা নিয়ে বিস্তর জলঘোলা হয় রাজনৈতৈক মহলে। আর তারপর থেকেই ভিআইপি-র উত্তরপ্রদেশ ভবিষ্যত নিয়েও শুরু হয় টানাপোড়েন।

English summary
BJP's big push in the face of votes in the state! VIP's 'Let's go alone' policy in Uttar Pradesh, not alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X