For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইের জন্মশতবার্ষিকীতে ডুডলে শ্রদ্ধার্ঘ্য জানালো গুগল

ভারতীয় বৈজ্ঞানিক ও ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডুডলে বিশেষ শ্রদ্ধা জানালো গুগুল।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় বিজ্ঞানী ও ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডুডলে বিশেষ শ্রদ্ধা জানালো গুগুল।

এদিন রাত বারোটার পর থেকেই গুগল সার্চ ইঞ্জিনের সার্চ কলামে গেলেই ফুটে উঠছে বিক্রম সারাভাইয়ের পোট্রেট। নীল-সাদা রঙের পোট্রেটে চাঁদ, রকেট ও তারাদের সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের ছবিটি আঁকা হয়েছে।

এভাবেই ডুডলের মাধ্যমে ভারতীয় বিজ্ঞানীর শতবর্ষ উদযাপন করল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। ডুডলে ফুটে ওঠা পোট্রেটটি মুম্বইয়ের চিত্রশিল্পী প্রবীণ রাজুনকর অঙ্কন করেছেন। সারাভাইয়ের জন্মশতবার্ষিকীতে এদিন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী টুইটে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইের জন্মশতবার্ষিকীতে ডুডলে শ্রদ্ধার্ঘ্য জানালো গুগল

প্রসঙ্গত ভারতীয় এই পদার্থবিদ বৈজ্ঞানিক ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠা করেছিলেন। বিক্রম সারাভাইয়ের হাত ধরেই ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ওর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়েছিল। ১৯১৯ সালে আজকের দিনেই গুজরাতের আমেদাবাদে জন্মগ্রহণ করেন তিনি।

গুজরাত কলেজ থেকে পড়াশুনা শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে ভারতে ফেরেন। এরপর ২৮ বছর বয়সে আমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা দিয়ে গবেষণার কাজ শুরু করেন। পরবর্তী সময় দেশের কঠিন আর্থিক পরিস্থিতি মাঝেও ভারত সরকারকে মহাকাশ গবেষণার প্রয়োজনীয়তা বুঝিয়ে কাজ শুরু করেন। যার ফলে ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে গিয়েছিল। পরবর্তী সময় ১৯৬২ সালে সারাভাই, ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের(ইসরো) প্রতিষ্ঠা করেন।

English summary
Vikram Sarabhai's 100th Birth Anniversary: google pay tribute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X