For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের নতুন বিদেশ সচিব বিজয় কেশব গোখলে, চিনকে জব্দ করতে মাস্টারস্ট্রোক নয়াদিল্লির

এস জয়শঙ্করের জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন বিজয় কেশব গোখলে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিদেশ সচিব পদে বদল হচ্ছে। এস জয়শঙ্করের জায়গায় নতুন বিদেশ সচিব হচ্ছেন বিজয় কেশব গোখলে। জয়শঙ্করের যেমন চিন নিয়ে বিশেষ জ্ঞান ছিল, একইভাবে চিনে রাষ্ট্রদূত থাকার ফলে গোখলেও চিনের সঙ্গে সম্পর্ক সামাল দিতে সমান দক্ষ। এছাড়া পূর্ব এশিয়ায় ভারতের জনসংযোগে বিজয় গোখলে উল্লেখযোগ্য অবস্থান নিতে পারেন।

ভারতের নতুন বিদেশ সচিব বিজয় কেশব গোখলে

১৯৮১ সালের ব্যাচের অফিসার বিদেশ মন্ত্রকের সচিবের পদ সামলাচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি তিনি দায়িত্ব বুঝে নেবেন। সোমবার তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র।

ডোকলাম নিয়ে বিতর্কের সময় বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে গোখলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ব্রিকস সম্মেলনের পূর্বেই ৭০ দিনের বেশি সময় ধরে চলা ডোকলামে অচলাবস্থা কাটানোয় গোখলের ভূমিকা মনে রাখার মতো ছিল। তা ছাড়াও গোখলে চিনা ভাষায় কথা বলতে দক্ষ।

পাশাপাশি পূর্ব এশিয়ায় দীর্ঘদিন কাজ করার সুবাদে সেখানকার কীটনৈতিক জ্ঞানকে ভারত কাজে লাগাতে পারবে বলে মনে করা হচ্ছে।

২০১৫ সালে দ্বিতীয়বার চিনে ভারতীয় রাষ্ট্রদূত হয়ে গিয়ে কাজ করেছেন গোখলে। এছাড়া হংকং ও তাইপেইয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকী মালয়েশিয়া ও ভিয়েতনামেও ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে গোখলে কাজ করেছেন।

বড় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গত কয়েক দশকে বড় অবদান রেখেছেন গোখলে। সম্প্রতি প্যালেস্তাইনের রাষ্ট্রদূত পাকিস্তানে জঙ্গি হাফিজ সঈদের জনসভায় যোগ দেন। তা নিয়ে ভারতের তরফে যে সমন পাঠানো হয়েছিল তা পাঠান এই গোখলেই। তারপরই পাকিস্তানে নিজেদের দূতকে সরিয়ে নেয় প্যালেস্তাইন।

English summary
Vijay Keshav Gokhale, China and East Asia expert, is next Foreign Secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X