জ্ঞানব্যাপীতে সমীক্ষা-ভিডিওগ্রাফির তথ্য ফাঁস, কমিশনারকে অপসারণ করল বারাণসী আদালত
বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সের চত্বর সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত। সেই সমীক্ষা ও ভিডিওগ্রাফির জন্য নিযুক্ত দলকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য দু'দিন সময় দিয়েছিল কোর্ট। গতকাল (সোমবার) জ্ঞানব্যাপীতে সমীক্ষা শেষ করেছে কোর্ট নিযুক্ত প্রতিনিধি দল৷ তারপরই সেই সমীক্ষায় উঠে আসা জ্ঞানব্যাপী মসজিদে ১২ ফুটের শিবের তথ্য প্রকাশ্যে চলে আসে৷ প্রকাশ্যে আসে তার ছবিও৷ এবার এই তথ্য ফাঁসের কারণে কোর্ট নিযুক্ত সমীক্ষক দলের এক কমিশনারকে অপসারণ করল বারাণসী আদালত৷

জ্ঞানব্যাপীতে সমীক্ষক দলের অজয় মিশ্রকে অপসারণ!
বারাণসীর সিভিল কোর্ট জ্ঞানব্যাপীতে সমীক্ষা ও ভিডিওগ্রাফির জন্য তিনজন কমিশনারকে নিয়োগ করেছিল তাদের একজনকে অপসারণ করেছে কোর্ট৷ জ্ঞানব্যাপীতে সমীক্ষক দলের কমিশনার অজয় মিশ্রকে সরিয়ে দিয়েছে আদালত৷ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ সংবাদমাধ্যমে সমীক্ষার তথ্য ফাঁস করেছেন তিনি৷ দলের অন্য দু'জন সমীক্ষক বিশাল সিং এবং অজয় প্রতাপ যথাক্রমে কোর্ট কমিশনার এবং ডেপুটি কোর্ট কমিশনার হিসাবে কাজ চালিয়ে যাবেন।

জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে একাধিক আবেদন সুপ্রিম কোর্ট ও বারাণসী আদালতে!
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে থাকা জ্ঞানব্যাপী মসজিদ দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। বারাণসীর একটি আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) কাঠামোটি তদন্ত করার নির্দেশ দিয়েছে। বারাণসী আদালতের একটি আবেদনে দাবি করা হয়েছে মন্দির ভেঙ্গে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করা হয়েছল৷ এই মর্মে সুপ্রিম কোর্ট, এলাহাবাদ হাইকোর্ট এবং বারাণসী আদালতে একাধিক পিটিশন দাখিল করা হয়েছে যাতে অভিযোগ করা হয়ছে যে ১৬ শতকে কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে মসজিদটি তৈরি করেছেন মুঘল সম্রাট আওরঙ্গজেব।

আইনজীবী বিজয় শঙ্কর রাস্তোগির আবেদন!
জ্ঞানবাপী মামলায় মূল পিটিশন ১৯৯১ সালে বারাণসী আদালতে দাখিল করা হয়েছিল৷ যেখানে আবেদনকারী এবং স্থানীয় পুরোহিতরা জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সে উপাসনার অনুমতি চেয়েছিলেন। আবেদনকারীরা বলেছেন যে ষোড়শ কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে আওরঙ্গজেবের নির্দেশে মসজিদটি তৈরি করা হয়েছিল। এরপর বারাণসীর একজন আইনজীবী, বিজয় শঙ্কর রাস্তোগি, জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ বেআইনি দাবি করে নিম্ন আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন এবং মসজিদটির প্রত্নতাত্ত্বিক জরিপ চেয়েছিলেন। অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি শিরোনাম বিতর্কে সুপ্রিম কোর্টের রায়ের পরে এটি ডিসেম্বর ২০১৯এ আবার চর্চায় আসে৷
ফোন বন্ধ, শিক্ষা প্রতিমন্ত্রী'র সঙ্গে যোগাযোগে ব্যর্থ সিবিআই! সকালেই সম্ভবত ডিভিশন বেঞ্চে পরেশ