For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ছপক'-র সাফল্য অ্যাসিড আক্রান্তদের জন্য পেনসন চালু করল উত্তরাখণ্ড সরকার

প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে দীপিকা পাড়ুকোনের ছপক। একের পর এক বিতর্কের পরেও মানুষ ভিড় করেছেন ছপক দেখার জন্য।

Google Oneindia Bengali News

প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে দীপিকা পাড়ুকোনের ছপক। একের পর এক বিতর্কের পরেও মানুষ ভিড় করেছেন ছপক দেখার জন্য। এবার সামাজিক দিক থেকেও প্রভাব তৈরি করল দীপিকার ছপক। উত্তরাখণ্ড সরকার অ্যাসিড আক্রান্তদের জন্য পেনসন প্রকল্পের কথা ঘোষণা করেছে। এটাই বোধ হয় দীপিকার সবচেয়ে বড় সাফল্য।

অ্যাসিড আক্রান্তদের জন্য পেনসন

অ্যাসিড আক্রান্তদের জন্য পেনসন

অ্যাসিড আক্রান্তদের জন্য পেনসন চালু করল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রেখা আরিয়া জানিয়েছেন অ্যাসিড আক্রান্তদের পেনসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁদের মাসে ৫০০০-৬০০০ টাকা পেনসন দেওয়া হবে। যাতে অ্যাসিড আক্রান্ত সমাজে মাথা তুলে বাঁচতে পারে কারোর উপর নির্ভরশীল হতে না হয় সেকারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার অনুমোদনের পরেই প্রকল্পটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

পথ দেখাচ্ছে ছপক

পথ দেখাচ্ছে ছপক

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের লড়াই বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অ্যাসিডে মুখ ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পর লক্ষ্মীকে সমাজে যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সেটাই ফুটে উঠেছে এই ছবিতে। তাতেই কেল্লা ফতে। একটি ছবিতেই লক্ষ্মীর জীবনের লড়াই মানুষকে কঠিন সত্যের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অ্যাসিড আক্রান্তরা।

দীপিকার সাফল্য

দীপিকার সাফল্য

ছপক মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে বিপুল সাফল্য এসেছে। বিতর্কও কম হয়নি। ছবির মুক্তির আগের দিন জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। সেখানে িগয়ে আক্রান্ত ছাত্রদের সঙ্গে কথা বলেছিলেন তিনিষ তাতেই েবজায় চটেছিল এক শ্রেণির দর্শক। তাঁরা ছপক বয়কটের ডাক দিয়েছিলেন। কিন্তু আদপে যে তাঁদের বিরোধিতায় ধোপে টেকেনি সেটা স্পষ্ট হয়ে গিয়েছে উত্তরাখণ্ড সরকারের এই পদক্ষেপে।

English summary
Uttarakhand government start pension scheme for acid attack survivors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X