For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর টি-শার্টে জীবাণু! তদন্ত করা হচ্ছে... কেন এমন বললেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী

ভারত জড়ো যাত্রার অংশ হিসাবে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে রয়েছেন রাহুল গান্ধী। আর এরপরেই সোনিয়া পুত্রের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। শুধু তাই নয়, রাহুল গান্ধীর টি-শার্ট নিয়েও আক্রমণ

  • |
Google Oneindia Bengali News

ভারত জড়ো যাত্রার অংশ হিসাবে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে রয়েছেন রাহুল গান্ধী। আর এরপরেই সোনিয়া পুত্রের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। শুধু তাই নয়, রাহুল গান্ধীর টি-শার্ট নিয়েও আক্রমণ শানান তিনি। ব্রজেশ পাঠকের দাবি, আমি বিষয়টির তদন্ত করছি।

জামার মধ্যে কোন ব্যাকটেরিয়া যার কারণে রাহুল গান্ধীর ঠাণ্ডা লাগে না তা খুঁজে বের করার চেষ্টা করছি বলেও আক্রমণ যোগীর ডেপুটির। পালটা বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

উত্তরপ্রদেশে পা রাখতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

উত্তরপ্রদেশে পা রাখতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

রাহুল গান্ধী উত্তরপ্রদেশে পা রাখতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যে সে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা। তাঁর দাবি, রাহুল গান্ধী ভারত ভাঙার কাজ করছেন। ব্রজেশ পাঠকের মতে, যাদের নীতি সমাজকে ভেঙে দিয়েছে, যারা জাতপাত, পরিবারবাদ, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, সন্ত্রাসবাদ, নকশালবাদের প্রচার করেছে, তারাই আজ ভারত জোড় যাত্রায় বের হয়েছে।

গান্ধীর টি-শার্ট সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয়বস্তু

গান্ধীর টি-শার্ট সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয়বস্তু

অন্যদিকে রাহুল গান্ধীর টি-শার্ট সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। দিল্লি কিংবা অন্যান্য রাজ্যের প্রবল ঠাণ্ডাতেও যেভাবে টি-শার্ট পড়ে রয়েছেন রাহুল তা নিয়ে আলোচনা চলছে। তাঁর কি ঠান্ডা লাগে না? এমনকি টি-শার্টের ধরণ নিয়েও জোর চর্চা সোশ্যাল দুনিয়াতে। আর সেই ইস্যুতে হাতিয়ার করেই কংগ্রেস নেতাকে আক্রমণ বিজেপি নেতার। জীবাণু কিংবা ব্যাকটেরিয়া জামাতে রাহুল লুকিয়ে রাখছেন বলেও নজিরবিহীন আক্রমণ তাঁর।

জবাব দিয়েছেন রাহুল

জবাব দিয়েছেন রাহুল

তবে টি-শার্ট নিয়ে চর্চার মধ্যেই মুখ খুলেছেন রাহুল গান্ধী। আর তা বলতে গিয়ে সংবাদমাধ্যমকে কার্যত আক্রমণ শানিয়েছেন তিনি। রাহুলের দাবি, সংবাদমাধ্যম তাঁর টি-শার্ট দেখাচ্ছে। কিন্তু শ্রমিক-গরিব মানুষ যারা ফাটা জামা-কাপড় পড়ছেন তাঁদের দিকে নজর নেই বলে আক্রমণ তাঁর। রাহুলের দাবি, ভারত জড়ো জাত্রার উদ্দেশ্যে হল মানুষের মধ্যে থাকা ভয়কে দূরে সরানো। এমনকি মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা অন্যতম লক্ষ্য বলে জানিয়ছেন সাংসদ।

একাধিক রাজ্যে যাবেন রাহুল

একাধিক রাজ্যে যাবেন রাহুল

বলে রাখা প্রয়োজন, আগামীকাল ছয় জানুয়ারি ভারত জড়ো যাত্রা হরিয়ানাতে প্রবেশ করবে। সেখানে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত থাকবেন রাহুল। এরপর ১১ জানুয়ারি এই যাত্রা পাঞ্জাবে প্রবেশ করবে। এছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে রাহুল গান্ধী তাঁর ভারত জড়ো যাত্রা নিয়ে যাবেন বলে জানা যাচ্ছে। তবে উত্তরপ্রদেশে আজ নিয়ে রাহুলের তৃতীয় দিন।

তবে এই ভারত জোড়ো যাত্রা চলাকালীন প্রশ্নের মুখে পড়ছে রাহুলের নিরাপত্তা। তা নিয়ে একটা উদ্বেগ রয়েছেই যাচ্ছে।

English summary
Uttar pradesh's deputy chief minister claims investigation should be done on jeevau, comment on rahul gandh's t shirt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X