For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৭ বছর বয়সে স্নাতকোত্তর পাশ করে তাক লাগালেন উত্তরপ্রদেশের 'যুবক', জানুন অসম্ভবকে সম্ভব করার কাহিনি

উত্তরপ্রদেশের বরেলির রাজ কুমার বৈশ্য নালন্দা ওপেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেছেন। তাঁর বয়স মাত্র ৯৭ বছর।

  • |
Google Oneindia Bengali News

বয়সটা একটা সংখ্যা ছাড়া কিছুই নয়। উত্তরপ্রদেশের বরেলির রাজ কুমার বৈশ্য তা ফের একবার প্রমাণ করে ছেড়েছেন। সোমবার নালন্দা ওপেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করে রেজাল্ট হাতে নিয়েছেন তিনি। তাঁর বয়স মাত্র ৯৭ বছর।

৯৭ বছর বয়সে স্নাতকোত্তর পাশ উত্তরপ্রদেশের 'যুবকের'

১৯২০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করা রাম কুমারের তিন পুত্র কেন্দ্রীয় সরকারের চাকুরে ছিল। তাঁরা সকলেই অবসর গ্রহণ করেছেন বিভিন্ন সময়ে। রাম কুমারের এই বয়সে অধ্যাবসায় ও শিক্ষাগ্রহণের ইচ্ছে দেখে হতবাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসপি সিনহা।

জানা গিয়েছে, ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন রাম কুমার বৈশ্য। এবারও স্নাতকোত্তর পাশ করার সময়ে আলাদাভাবে কোনও সুবিধা পাননি। সব ছাত্রদের মতোই তাঁকে বয়সের কারণে কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি। তিনি তা চানও নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় ডিভিশনে পাশ করেছেন রাজকুমার বৈশ্য। কিছুটা হতাশ হয়ে বলেছেন, আরও আগে পরীক্ষা দিলে তিনি হয়ত প্রথম ডিভিশনে পাশ করতে পারতেন। তবে পরিবারের সকলে খুশি হওয়ায় তিনিও খুশি হয়েছেন।

English summary
Uttar Pradesh' Raj Kumar Vaishya, 97, passed MA exam in Economics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X