For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সু্প্রিম নির্দেশের পরেই সপ্তাহান্তের লকডাউনের পথে উত্তরপ্রদেশ, জারি নাইট কার্ফু

সু্প্রিম নির্দেশের পরেই সপ্তাহান্তের লকডাউনের পথে উত্তরপ্রদেশ, জারি নাইট কার্ফু

  • |
Google Oneindia Bengali News

এলাবাহাহ হাইকোর্টের লকডাউনের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উত্তরপ্রদেশ সরকার। সেথানে এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সোমবারই প্রয়াগরাজ, বারাণসী, লখনউ, কানপুর ও গোরখপুরে কড়া লকডাউন জারির নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধেই মঙ্গলবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যোগী প্রশাসন।যা নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয় বিভিন্ন মহলে।

সু্প্রিম নির্দেশের পরেই সপ্তাহান্তের লকডাউনের পথে উত্তরপ্রদেশ, জারি নাইট কার্ফু

এদিকে লকডাউন জারি না করলেও গোটা উত্তরপ্রদেশ সহ পাঁচ শহরে কড়া করোনা বিধি জারির নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। এরপরেই রাজ্যব্যাপী কড়া করোনা বিধি জারির পাশাপাশি সপ্তাহান্তে লকডাউনের ঘোষণা করল যোগী সরকার। ২৪ এপ্রিল থেকেই চালু হবে এই সপ্তাহান্তের লকডাউন। একইসঙ্গে যে সমস্ত জেলাগুলিতে ৫০০-র বেশি সক্রিয়া করোনা আক্রান্ত রয়েছে সেখানে নাইট কার্ফু জারিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত চলবে কার্ফু।

এদিকে সরকারি নির্দেশিকা প্রসঙ্গে বলতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “ যে কোনও মূল্য নাইট কার্ফুকে সফল করতেই হবে। এটা পাল করা সকল নাগরিকদের অবশ্য কর্তব্য। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। বাড়িতেই আনন্দ-অনুষ্ঠান পালন করুন। যদি একান্তই বাড়ির বাইরে বেরোতে হয় তবে অবশ্যই মাস্ক পড়ুন। অযথা কোথাও জমায়েত করেন না। ” প্রসঙ্গত উল্লেথ্য, গত ২৪ ঘণ্টায় উত্তপ্রদেশে করোনার কবলে পড়েছেন ২৮ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ১৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮দ হাজারের বেশি।

English summary
Uttar Pradesh on the verge of weekend lockdown following Supreme Court directive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X